Amar Sangbad
ঢাকা বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪,

ভিন্ন রূপে শামীম হাসান সরকার

বিনোদন ডেস্ক

জুন ৩০, ২০২১, ০৮:১৫ এএম


ভিন্ন রূপে শামীম হাসান সরকার

পর্দায় যখন যে চরিত্রে হাজির হয়েছেন দর্শকদের মনে ছাপ ফেলেছেন সময়ের জনপ্রিয় অভিনেতা শামীম হাসান সরকার। প্রতিটি চরিত্রকেই সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন অভিনেতা। এবার   প্রথমবারের মতো তৃতীয় লিঙ্গের মানুষের চরিত্রে অভিনয় করেছেন শামীম। 

নাটকের একটি স্থিরচিত্র শামীম হাসান সরকার তার ফেসবুকে পোস্ট করেছেন। সেখানেই চরিত্রেই সাজেই দেখা গেছে তাকে।

ছেলে হয়ে জন্ম নেই নয়ন। একটা সময় সে জানতে পারে সে আসলে ছেলে নয়, তৃতীয় লিঙ্গের মানুষ।তখন নামটিও বদলে যায়। নয়ন থেকে হয়ে যাই নেয়না। পাল্টে যায় তার জীবন। এভাবেই চলতে থাকে গল্প। 

নাটকটি বিষয়ে শামীম বলেন, ‘নাটকটির মাধ্যমে বিনোদনের পাশাপাশি একটি গুরুত্বপূর্ণ মেসেজ দেওয়া হয়েছে। নিজের জায়গা থেকে আমি কাজটি খুব উপভোগ করেছি। এবার ঈদে আমার সবেচেয়ে বেশি ফোকাস থাকবে নাটকটির দিকে। আশা করি দর্শকের ভালো লাগবে।’

[embed]<iframe src="https://www.facebook.com/plugins/post.php?href=https%3A%2F%2Fwww.facebook.com%2FShs.squadleader%2Fposts%2F10225045230373026&show_text=true&width=500" width="500" height="442" style="border:none;overflow:hidden" scrolling="no" frameborder="0" allowfullscreen="true" allow="autoplay; clipboard-write; encrypted-media; picture-in-picture; web-share"></iframe>[/embed]

তিনি আরও বলেন, “তৃতীয় লিঙ্গের মানুষ সাজার জন্য মেকআপ নেওয়াটা ছিল বেশ চ্যালেঞ্জিং। কারণ জীবনে কখনো এই চরিত্র করিনি। আমাকে যিনি মেকআপ করিয়েছেন তিনি ‘কমন জেন্ডার’ সিনেমাসহ আরও বড় বড় কাজ করেছেন। শাড়ী, চুড়ি, ব্লাউজ সব ঠিক রেখে অভিনয় করাটা এত সহজ ছিল না। প্রথম দিন ঠিকভাবে চরিত্র ঢুকতেও পারিনি। তবে পরের দুই দিন যেভাবে চেয়েছি সেভাবেই কাজটি করতে পেরেছি।’

সম্প্রতি সাভার ও তেজগাঁওয়ে তিনদিন ধরে নাটকটির শুটিং সম্পন্ন হয়েছে। এটির নির্মাতা মুহাম্মদ মিফতা আনান।

শামীম ছাড়াও নাটকটিতে আরও অভিনয় করেছেন সাবেরী আলম, শহীদুজ্জামান সেলিম, ফরহাদ লিমনসহ অনেকে। আগামী ঈদেই নাটকটি দেখতে পাবেন দর্শক।\

আমারসংবাদ/এডি