Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪,

বুড়িগঙ্গায় পড়েও বেঁচে ফিরলো ‘থর’!

বিনোদন ডেস্ক

সেপ্টেম্বর ২৬, ২০২১, ১১:৩৫ এএম


বুড়িগঙ্গায় পড়েও বেঁচে ফিরলো ‘থর’!

হলিউড সিনেমা ‘এক্সট্রাকশন’ এর সাফল্যের পর এর দ্বিতীয় কিস্তি আসছে। এরই মধ্যে সিনেমাটির টিজার প্রকাশ করেছে নেটফ্লিক্স।

শনিবার (২৫ সেপ্টেম্বর) নেটফ্লিক্স কর্তৃপক্ষ ঘোষণা দিয়েছে, খুব শিগগির আসছে ‘এক্সট্রাকশন-২’। 

আরও বলা হয়েছে, ‘এক্সট্রাকশন’ এর শেষ দৃশ্যে ঢাকার বুড়িগঙ্গায় পড়ে যাওয়া টাইলার চরিত্রটি মারা যায়নি। ‘এক্সট্রাকশন টু’ তেও দেখা যাবে তাকে।

২০২০ সালের এপ্রিলে নেটফ্লিক্সে মুক্তি পায় ননস্টপ অ্যাকশনধর্মী সিনেমা  ‘এক্সট্রাকশন’। যেখানে দেখানো হয়, ঢাকায় অপহৃত হওয়া ভারতীয় এক ড্রাগ লর্ডের ছেলেকে উদ্ধারের মিশনে আসেন একজন ভাড়াটে ব্ল্যাক অপ্স সৈনিক। ছেলেটিকে উদ্ধার করতে চলতে থাকে একের পর এক অভিযান। একসময় গোটা ঢাকাকে লকডাউন করে দেওয়া হয়। সিনেমাটি মুক্তির প্রথম চার সপ্তাহে বিশ্বব্যাপী ৯৯ মিলিয়ন দর্শক দেখেন, যা নেটফ্লিক্সের ইতিহাসে রেকর্ড।

সিনেমাটিতে টাইলার চরিত্রে অভিনয় করেছেন হলিউডের ‘থর’খ্যাত তারকা ক্রিস হেমসওর্থ। আর তিনি কীভাবে বেঁচে ফিরলেন তা দেখানো হবে সিনেমার এই সিক্যুয়েলে। 

প্রকাশিত টিজারে দেখানো হয়েছে, গুলিবিদ্ধ হয়ে বুড়িগঙ্গা নদীতে পড়ে যাওয়া টাইলারকে নদীর তলদেশ থেকে উঠে আসছেন। 

তবে ‘এক্সট্রাকশন’র মতো এর সিক্যুয়েলেও বাংলাদেশের গল্প থাকছে কিনা তা নিশ্চিত হওয়া যায়নি।

হলিউডভিত্তিক সংবাদমাধ্যম ডেডলাইন জানিয়েছে, আগের সিনেমার মতোই ‘এক্সট্রাকশন টু’ পরিচালনার দায়িত্ব পেয়েছেন স্যাম হারগ্রেভ। মুখ্য চরিত্রে অভিনয় করবেন এবারেও ক্রিস হেমসওর্থ। প্রযোজক হিসেবে থাকছেন জো রুশো ও অ্যান্থনি রুশো।

[embed]<iframe width="727" height="409" src="https://www.youtube.com/embed/mi4pEsYeljk" title="YouTube video player" frameborder="0" allow="accelerometer; autoplay; clipboard-write; encrypted-media; gyroscope; picture-in-picture" allowfullscreen></iframe>[/embed]

আমারসংবাদ/জেআই