Amar Sangbad
ঢাকা শনিবার, ২০ এপ্রিল, ২০২৪,

মোদিকে ছেড়ে মমতায় মজেছেন শ্রাবন্তী

বিনোদন ডেস্ক

নভেম্বর ২৯, ২০২১, ০১:৩৫ পিএম


মোদিকে ছেড়ে মমতায় মজেছেন শ্রাবন্তী

বদল যেন টালিউড অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জির নিত্যসঙ্গী। এবার আবারও রাজনৈতিক দল বদলালেন তিনি। নরেদ্র মোদির বিজেপি ছেড়ে ফিরে এলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূলে।

সোমবার (২৯ নভেম্বর) পশ্চিমবঙ্গের বাসন্তী বিধানসভা কেন্দ্রের চার বিধায়কের সংবর্ধনা অনুষ্ঠিত হয়। সেখানেই যোগ দিয়েছেন শ্রাবন্তী।

মঞ্চে উঠে শ্রাবন্তী গানও গেয়ছেন; নিজের অভিনীত ‘জোশ’ সিনেমার গান ‘খুঁজেছি তোকে রাত বিরাতে’। সেই সঙ্গে স্পষ্টভাবে জানান, ডাকলে আবারও আসবেন।

এর আগে গত ১১ নভেম্বর তিনি সোশ্যাল মিডিয়ায় পোস্ট দিয়ে বিজেপি ছাড়ার ঘোষণা দিয়েছিলেন।

শ্রাবন্তী অতীতে মমতার দল অর্থাৎ তৃণমূলেই ছিলেন। কিন্তু গত বিধানসভা নির্বাচনের আগ মুহূর্তে হঠাৎ করেই যোগ দেন নরেন্দ্র মোদির দলে। বিজেপির হয়ে অংশ নেন নির্বাচনে। কিন্তু হেরে যান বিপুল ব্যবধানে।

এরপর থেকে আর রাজনৈতিক কার্যকলাপে দেখা যায়নি শ্রাবন্তীকে। গত ১১ নভেম্বর তিনি বিজেপি ছাড়ার ঘোষণা দিয়ে ফেসবুকে লেখেন, ‘বাংলার উন্নয়নের জন্য বিজেপি আন্তরিক নয়। বাংলার জন্য কাজ করার মনোভাবের অভাব রয়েছে তাদের।’

শ্রাবন্তীর দল বদলের খবরে নানা আলোচনা-সমালোচনা হয়েছে। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেছিলেন, ‘বিজেপি করলে সিনেমায় কাজ পাওয়া যায় না। সেই কারণেই শ্রাবন্তী দল ছেড়েছেন।’

আবার উল্টো পিঠে বীরভূম জেলা তৃণমূলের সভাপতি অনুব্রত মণ্ডল বলেছিলেন, ‘দলটা (বিজেপি) জঞ্জাল। ওই দলে থাকা মুশকিল। তার ওপর শ্রাবন্তী একজন নারী। তার পক্ষে থাকাই সম্ভব নয়।’

আমারসংবাদ/জেআই