Amar Sangbad
ঢাকা শনিবার, ২০ এপ্রিল, ২০২৪,

ফিরোজা পাথরের এই ব্রেসলেট কেন এত পছন্দ সালমানের?

বিনোদন ডেস্ক

জানুয়ারি ৩, ২০২২, ০৮:২০ এএম


ফিরোজা পাথরের এই ব্রেসলেট কেন এত পছন্দ সালমানের?

বলিউড ভাইজান সালমান খান যেমন জনপ্রিয়, তার হাতের টারকয়াজ স্টোনের ব্রেসলেটটিও সমান জনপ্রিয়। সালমানকে সেভাবে কখনোই তার নীল স্টোনের ব্রেসলেট ছাড়া দেখা যায় না।এমনকি  সালমানের অনেক ভক্তরা সালমানের ভালোবাসা হিসেবে এই ব্রেসলেটটি ব্যবহার করে। 

এক কথায় সালমানের ফ্যাশন স্টেটমেন্ট হয়ে গিয়েছে এটি। কিন্তু কেন এই ব্রেসলেট এত্তটা ফেভারিট ভাইজানের?

একবার এক সাক্ষাৎকারে সালমান এক ভক্তের প্রশ্নের উত্তরে জানিয়েছিলেন ব্রেসলেটের গোপন রহস্য!

থ্রো ব্যাক সেই ভিডিয়োতে সালমানকে বলতে শোনা গিয়েছে এই ব্রেসলেটের ব্যাপারে নানা কথা। অভিনেতা জানিয়েছেন, ‘আমার বাবা এটা সবসময় পরত। আর বড় হয়ে ওঠার সময় আমার ওটা বাবার হাতে দেখে খুব কুল লাগত। ছোটরা যেমন বড়দের জিনিস নিয়ে খেলা করে আমিও করতাম ব্রেসলেটটা নিয়ে। তারপর যখন অভিনয়ে পা রাখি বাবা আমাকে ঠিক ওরকম একটা ব্রেসলেট উপহার হিসেবে দেয়। এটায় যে পাথর বসানো, ওটাকে বলে ফিরোজা।’

ব্রেসলেটে বসানো ফিরোজা পাথরটিকে ‘লিভিং স্টোন’ হিসেবে উল্লেখ করে সালমান জানিয়েছিলেন, ‘এটার সাথে যেটা হয় তা হল যখনই কোনও নেতিবাচক জিনিস তোমার দিকে আসে তখন এটা সেটাকে সবার আগে নিয়ে নেয়। এর গায়ে সূক্ষ্ম সূক্ষ্ম দাগ আসে। তারপর গায়ে ফাটল ধরে। এটা আমার সাত নম্বর পাথর।’

আপাতত সালমান খানেই এই সাক্ষাত্‌কার ভাইরাল। কিছুদিন আগে আবশ্য তার আরও একটি পুরনো সাক্ষাত্‌কার নিয়ে হইচই পড়ে গিয়েছিল। বেশ কয়েক বছর আগের এই সাক্ষাত্‌কারে সালমান খান অনেক অজানা কথা ফাঁস করেছিলেন। জানিয়েছিলেন, ১৯৯৩ সালে তার কাছেই প্রথম বাজিগরের অফার আসে। সেই সময় তার বাবা সেলিম খান স্ক্রিপ্টে কিছু পরিবর্তন করতে বলেন নির্মাতাদের।

‘আব্বাস মুস্তান ( যখন স্ক্রিপ্ট নিয়ে আসেন বাবার কাছে ইনপুটস চাই। বাবা স্ক্রিপ্টে মায়ের অ্যাঙ্গেল অ্যাড করতে বলেন। কিন্তু তখন আব্বাসরা রাজি হননি। আমিও ছবির অফার ফিরিয়ে দিই। পরে শাহরুখ সেই অফার অ্যাকসেপ্ট করে এবং মজার বিষয় হল, মায়ের অ্যাঙ্গেলও অ্যাড করা হয়! একবার ভাবুন তো! আমি বাজিগর করলে আজ কি ব্যান্ডস্ট্যান্ডে মন্নত দাঁড়িয়ে থাকত!’

মজার ছলে কি একটু হলেও সেই সময়ে শাহরুখ খানকে খোঁচা মেরেছিলেন ভাইজান! সে সব অবশ্য আজ আর জানা যাবে না।

আমারসংবাদ/এডি