Amar Sangbad
ঢাকা শনিবার, ২০ এপ্রিল, ২০২৪,

জানুন লবণের ভিন্ন ব্যবহার

আমার সংবাদ ডেস্ক

মার্চ ২৩, ২০২১, ১১:২০ এএম


জানুন লবণের ভিন্ন ব্যবহার

রান্নায় অন্যান্য মসলার কমতি বোঝা না গেলেও, লবণের কমতি কমিয়ে দেয় রান্নার স্বাদ। লবণ ছাড়া খাবারের আসল স্বাদই পাওয়া যায়না। কিন্তু জানেন কী, লবন শুধু রান্নার স্বাদ বাড়াতেই নয়, আরও অনেক কাজে ব্যবহার করা যায়। 

তবে কী কী কাজে ব্যবহৃত হয় লবণ?  

চলুন জেনে নেই বিভিন্ন কাজে লবণের ব্যবহার---  

* দাঁত ঝকঝকে করতে সকালে লবণ ঘষে তারপর ব্রাশ করতে পারেন।

* অনেক ফল খোসা ছাড়ানোর পর কালচে হয়ে যায়। খানিকটা লবণ ছিটিয়ে দিলে আর কালো হবে না।

* জুতার দুর্গন্ধ দূর করতে লবণ ছিটিয়ে দিন ভেতরে। কয়েক ঘণ্টা পর ঝেড়ে পরিষ্কার করে নিন।

* চা-কফির মগ নিয়মিত পরিষ্কার করার পরেও দাগ থেকে গেলে লবণ-পানিতে কিছুক্ষণ ভিজিয়ে রাখুন।

* পেঁয়াজ, রসুন বা কাঁচা মাছের গন্ধ হাত থেকে যাচ্ছে না? লবণ ও ভিনেগার মিশিয়ে হাতে ঘষে নিন।  

* প্রিয় পোশাকে দাগ লেগেছে? এক ঘণ্টা লবণ মিশ্রিত পানিতে ভিজিয়ে তারপর ডিটারজেন্ট দিয়ে পরিষ্কার করুন। দেখবেন দাগ গায়েব।

* লবণ দিয়ে বানিয়ে ফে

* চপিং বোর্ড পরিষ্কার করতে লবণ ছিটিয়ে লেবুর টুকরা দিয়ে ঘষে নিন।

* সিঙ্ক পরিষ্কার করার জন্য গরম পানিতে লবণ মিশিয়ে সেই পানি সিঙ্কে ঢালুন। গন্ধ চলে যাবে।

* পিঁপড়ার আনাগোনা রোধ করতে পানির সঙ্গে লবণ মিশিয়ে স্প্রে করুন ঘরের কোনায়। পিঁপড়া পালাবে।লতে পারেন এয়ার ফ্রেশনার। কমলার খোসায় লবণ নিয়ে কয়েক ফোঁটা এসেনশিয়াল অয়েল মিশিয়ে রেখে দিন ঘরে। চাইলে কয়েকটি লবঙ্গ ছেড়ে দিতে পারেন। চমৎকার সুগন্ধে ভরে যাবে ঘর।

* যেকোনো ব্যাগ থেকে গন্ধ দূর করতে লবণ ব্যবহার করতে পারেন। ব্যাগের ভেতর থেকে সব বের করে নিয়ে ব্যাগে সামান্য লবণ ছড়িয়ে চেইন আটকে সারারাত রেখে দিন। সকালে ঝেড়ে পরিষ্কার করে ফেলুন।

আমারসংবাদ/এডি