Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪,

ইফতার আয়োজনে ‘কাশ্মীরি পোলাও’

আমার সংবাদ ডেস্ক

এপ্রিল ২২, ২০২১, ১০:১০ এএম


ইফতার আয়োজনে ‘কাশ্মীরি পোলাও’

ইফতারে ছোলা, পেঁয়াজু, বেগুনি তো সব সময় খাওয়াই হয়। আজকের ইফতারি আয়োজনে রাখতে পারেন কাশ্মীরি পোলাও। ঘরোয়া কিছু উপাদান দিয়ে খুব সহজেই বানিয়ে ফেলা যায় কাশ্মীরি পোলাও।

চলুন জেনে নেই রেসিপি-- 

প্রয়োজনীয় উপকরণ:

* ২ কাপ বাসমতী চাল ( ৩০মিনিট পানিতে ভিজিয়ে রাখা )

* ১ ইঞ্চি দাড়চিনি

* ১ চা চামচ শাহ্জীরা

* ১ টি তেজপাতা

* ৩টি লবঙ্গ

* ২/৩টি এলাচ

* ১/২ চা চামচ শুকনো আদা গুঁড়ো অথবা আদা বাটা

* ১ চা চামচ পাঁচফোড়ন

* ২ চিমটি জাফরান

* ২ টেবিল চামচ তেল অথবা ঘি

* ৪ থেকে সাড়ে ৪ কাপ পানি

* পরিমাণমত লবণ 

পরিবেশনের জন্য:

* ১টি মাঝারি সাইজের পেঁয়াজ,

* চিকন করে কাটা ১০/১২টি কাজুবাদাম

* ১০/১২ টি আমন্ড

* ১০/১২ টি আখরোট

* ২ টেবিল চামচ তেল

প্রস্তুত প্রণালী:

প্রথমে একটি ডিপ প্যানে তেল অথবা ঘি নিয়ে জাল দিন। মাঝারি আঁচে ডালচিনি, শাহিজীরা, তেজপাতা, লবঙ্গ, এলাচ যোগ করুন এবং ভেঁজে নিন। এবার আঁচ কমিয়ে তাতে আদা ও পাঁচফোড়ন গুঁড়া যোগ করে নাড়ুন। এতে চাল ঢেলে নেড়ে দিন। এরপরে জাফরান যোগ করে আবারও নেড়ে দিন। এবারে পানি ও লবণ যোগ করে, নাড়ুন এবং প্যানটি ভালো ভাবে ঢেকে দিন। পুরো পানি শুকিয়ে না যাওয়া পর্যন্ত রান্না হতে দিন।

এখন পরিবেশনের উপকরণ প্রস্তুত করতে, একটি ফ্রাইং প্যানে ২ টেবিল চামচ তেল গরম করে তাতে পেঁয়াজ ও এক চিমটি লবণ দিয়ে ভেঁজে নিন। পেঁয়াজ বাদামি রঙের ও ক্রিস্পি হয়ে আসলে টিস্যু পেপারে উঠিয়ে নিন। এবারে একে একে ঐ তেলেই কাজুবাদাম, আমন্ড, আখরোট ক্রিস্পি না হওয়া পর্যন্ত ভেঁজে নিন।

পোলাও রান্না হয়ে গেলে নামিয়ে ফেলুন এবং বেরেস্তা ও ড্রাই ফ্রুটগুলো দিয়ে পরিবেশন করুন গরম গরম কাশ্মীরি পোলাও। 

আমারসংবাদ/এডি