Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪,

সুস্বাদু পাকা আমের রসগোল্লা

আমার সংবাদ ডেস্ক

জুন ১৬, ২০২১, ০৮:২০ এএম


সুস্বাদু পাকা আমের রসগোল্লা

চলছে আমের মৌসুম। এই সময় কাঁচা আমের আঁচার থেকে শুরু করে, জুস, দুধ-আম রুটি ছাড়া যেন খাবার আসর জমেই না। কিন্তু জানেন কী পাকা আমের তৈরি রসগোল্লা খেতেও দারুন সুস্বাদু এবং বানানোও খুব সহজ।  

চলুন জেনে নেই রেসিপি- 

প্রয়োজনীয় উপকরণ: 

* ছানা দুই কাপ, 

* ময়দা এক কাপ, 

* চিনি এক কাপ, 

* দুধ আধা কাপ, 

* আমের শাঁস এক কাপ, 

* ম্যাঙ্গো এসেন্স আধা চা চামচ, 

* এলাচ গুঁড়া সামান্য, 

* পেস্তা কুচি ৭ থেকে ৮টি। 

প্রস্তুত প্রণালী:

প্রথমে ছানা ও আমের শাঁস একসঙ্গে মিশিয়ে নিন। হাতের চাপে গোল গোল বল তৈরি করুন। দুই কাপ পানি গরম করুন। পানি ফুটে উঠলে চিনি ও এলাচ গুঁড়া দিন। রসের মধ্যে একটি একটি করে ছানার বল ফেলুন। ২ থেকে ৩ মিনিট ফুটিয়ে নিন। এবারে আঁচ কমিয়ে চাপা দিয়ে আরো ১০ মিনিট ফোটান। রসগোল্লা নরম হলে চুলা বন্ধ করে ম্যাঙ্গো এসেন্স মিশিয়ে নিন। ঠাণ্ডা হলে পেস্তা কুচি দিয়ে সাজিয়ে পরিবেশন করুন মজাদার পাকা আমের রসগোল্লা। 

আমারসংবাদ/এডি