Amar Sangbad
ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪,

ডিমের কোরমা তৈরি করবেন যেভাবে 

আমার সংবাদ ডেস্ক

আগস্ট ২০, ২০২১, ০৮:১৫ এএম


ডিমের কোরমা তৈরি করবেন যেভাবে 

খুব সহজেই সুস্বাদু একটি খাবার হতে পারে ডিমের কোরমা। বাড়িতে হঠাৎ অতিথি এলে ঝটপট তৈরি করতে পারবেন এটি। ডিমের কোরমা খুব অল্প সময়ে তৈরি করা যায়। পোলাও, বিরিয়ানির সঙ্গে পরিবেশন করতে পারবেন। বাড়িতে থাকা উপকরণ দিয়েই তৈরি করতে পারবেন। চলুন তবে রেসিপি জেনে নেওয়া যাক-

তৈরি করতে যা লাগবে

ডিম- ৫টি
সয়াবিন তেল- ২ টেবিল চামচ ও ১ টেবিল চামচ
ঘি- ১টেবিল চামচ
দারুচিনি- ২ টুকরা
লবঙ্গ- ২টি
তেজপাতা- ১টি
এলাচ- ২টি
পেঁয়াজ কুচি- আধা কাপ
আদা বাটা- ১ চা চামচ
মরিচের গুঁড়া- স্বাদমতো
ধনিয়ার গুঁড়া- এক চা চামচ
তরল দুধ- এককাপ
আস্ত কাঁচা মরিচ- কয়েকটি
লবণ- স্বাদমতো
চিনি- আধা চা চামচ
পেঁয়াজ বেরেস্তা- ১ মুঠো।

তৈরি করবেন যেভাবে

ডিম সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিন। এবার ডিমের গায়ে ছুরি দিয়ে চারপাশে চারটি দাগ দিয়ে নিন। অল্প লবণ মেখে এক টেবিল চামচ তেলে ডিমগুলো ভেজে তুলে রাখুন। এরপর কড়াইয়ে বাকি তেল ও ঘি দিন। এরপর তাতে দিন লবঙ্গ, তেজপাতা, দারুচিনি ও এলাচ। ভালোভাবে ভেজে নিন। এরপর পেঁয়াজ কুচি দিয়ে হালকা বাদামি করে ভেজে নিন। এবার দিন সব গুঁড়া ও বাটা মসলা। ভালোভাবে কষিয়ে নিন। ডিম ও দুধ দিয়ে দিন। স্বাদ মতো লবণ ও আস্ত কাঁচা মরিচ দিন। নেড়েচেড়ে রান্না করুন। ঝোল ঘন হয়ে এলে চিনি ও পেঁয়াজ বেরেস্তা ছিটিয়ে নামিয়ে নিন।

আমারসংবাদ/এমএস