Amar Sangbad
ঢাকা শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪,

বনশ্রীর অটোগ্রাফ লাইভ মিউজিক ক্যাফে

নিজস্ব প্রতিবেদক

অক্টোবর ৪, ২০২১, ০৩:১৫ পিএম


বনশ্রীর অটোগ্রাফ লাইভ মিউজিক ক্যাফে

খাবার, সঙ্গে শিল্পীর কণ্ঠে গান, দারুণ ব্যাপার! এমন অভিজ্ঞতা পেতে ঢুঁ মারতেই পারেন ঢাকার মিউজিক ক্যাফেগুলোতে। অসাধারণ পরিবেশ, বিশ্বমানের আসবাবপত্র, মনমুগ্ধকর ব্যতিক্রমী চোখ ধাঁধানো সাজসজ্জা, মানসম্মত সেবা ও সুস্বাদু খাবারের সমন্বয়ে “সময়কে স্বরণীয়” করে রাখতে কিংবা অবসরকালীন সময়কে বিনোদন উপভোগ্য স্থান, অটোগ্রাফ লাইভ মিউজিক ক্যাফে। ২০১৮ সালের ১৪ ফেব্রুয়ারী ভালোবাসা দিবসে শুরু হয় তাদের পথচলা। মুলত মিউজিককে ভালোবাসা আর গানের প্রতি টান থেকে তাদের ব্যান্ডদল 'অটোগ্রাফ' থেকেই নামকরণ করা অটোগ্রাফ লাইভ মিউজিক ক্যাফে। রামপুরার বনশ্রী সি ব্লক ৫ নাম্বার রোডে এই প্রথম অটোগ্রাফ লাইভ মিউজিক ক্যাফে।   সপ্তাহে সাতদিনই রাত ৭টা থেকে ১০টা পর্যন্ত লাইভ পারফর্মেন্স হয় এখানে। তবে রেস্তোরাঁ খোলে সকাল ১১টায়।

এছাড়াও প্রতি রোববার ও সোমবার থাকে ওপেন মাইক ইভেন্ট যা অতিথিদের গান গাওয়ার সুযোগ করে দেওয়া হয়, জানালেন পরিচালক মিশু ও রওনক। অন্যান্য দিনগুলোতে সংগীত পরিবেশন করেন রেস্তোরাঁর নিজস্ব মিশু ও ড্রামে থাকেন রওনক  তাদের ব্যান্ডের নাম 'অটোগ্রাফ’। গানের পাশাপাশি খাবারেও রয়েছে হরেক রকম আয়োজন। শেফ স্পেশালে পাবেন সিজিলিং আইটেম চিকেন দাম ৩৮০ বিফ দাম ৩৯৯ টাকা প্রন দাম ৪২০ টাকা ।  সুপের মধ্যে আছে অটোগ্রাফ স্পেশাল ক্রিম  , দাম ৪২০ টাকা। এছাড়া আছে রাপ আরাবিয়ান সর্মা ১৭০ টাকা, বিফ ১৯০ টাকা, স্পেশাল  ২২০ টাকা। এছাড়া ভারী খাবারের মধ্যে ক্রিইমি চিকেন সেট মেনু, প্লেটার, স্টিক,  নুডলস,  সালাদ, ডাবল ডেকার বার্গার ক্রেতাদের পছন্দের তালিকার শীর্ষে। আর কফিতো আছেই।

আমারসংবাদ/ইএফ