নীল আকাশ আর সমুদ্রের ঢেউয়ের মিলনমেলায় এ যেন এক অন্য রকম সমুদ্র সৈকত। এর একদিকে সারিসারি ম্যানগ্রোভ বনের সবুজের সমারোহ আর পাশ দিয়ে বয়ে গেছে নতুন জেগে ওঠা এক কিলোমিটার বালুকাময় সী-বিচ। হাজার হাজার পর্যটকে মুখরিত হয়ে উঠছে নতুন জেগে ওঠা সমুদ্র সৈকতটি ঘিরে। ছবিতে দেখুন-‘মনপুরা দখিনা হাওয়া সি-বিচ’