‘আল্লাহ যেভাবে আমারে বানাইছে, এতেই আমি খুশি’
নাম তার শাহজালাল। দশটা মানুষের মতো নন তিনি। তার উচ্চতা তিন ফুট তিন ইঞ্চি। রাজধানীর বাড্ডা লিংক রোডে চা-বিক্রি করেন তিনি। চা বিক্রি করে যা আয় হয়, তা দিয়েই চলে তার সংসার। শারীরিক গঠন নিয়ে তার কোনো কষ্ট নেই। আল্লাহ যেভাবে বানাইছে, এতেই তিনি খুশি।
তিনি যখন বাইরে যান লোকজনের ভিড় লেগে যায়। মানুষের নানা ধরনের প্রশ্নের সম্মুখীন হতে হয়। তবুও দমে যাননি তিনি, নানা প্রতিকূলতার মধ্যেই বেঁচে থাকার তাগিদে জীবনযুদ্ধ চালিয়ে যাচ্ছেন। ছবি তুলেছেন আমাদের আলোকচিত্রী এম খোকন শিকদার

১ / ৪

২ / ৪

৩ / ৪

৪ / ৪