আগের দিন পয়লা ফাল্গুন। পরের দিন ভালোবাসা দিবস। পরপর দুই দিন নগরে দেখা যেত তারুণ্যের উদ্যাপন। তবে এবার অধিবর্ষের কারণে পহেলা ফাল্গুন এবং ভালোবাসা দিবস একই দিনে পালিত হয়েছে। বসন্ত উৎসব ও ভালোবাসা দিবসের আনন্দে মেতেছে সবাই। রাজধানীর বিভিন্ন স্থানে ঘুরে ছবি তুলেছেন আমাদের আলোকচিত্রী এম খোকন শিকদার-