Amar Sangbad
ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪,

বিসিএস শিক্ষা ক্যাডারে ১ হাজার ৮৪ জনের পদোন্নতি

নিজস্ব প্রতিবেদক

জুন ২৯, ২০২১, ০৬:৩৫ পিএম


বিসিএস শিক্ষা ক্যাডারে ১ হাজার ৮৪ জনের পদোন্নতি

বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের এক হাজার ৮৪ জন সহকারী অধ্যাপককে পদোন্নতি দিয়ে সহযোগী অধ্যাপক করা হয়েছে।  

মঙ্গলবার (২৯ জুন) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে এ নিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের আওতায় এক হাজার ৮৪ জন সহকারী কলেজ শিক্ষককে সহযোগী অধ্যাপক হিসেবে পদোন্নতি দিয়েছে সরকার।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, পদোন্নতি পাওয়া কর্মকর্তারা পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে যোগ দিয়ে আগের পদের দায়িত্ব পালন করে যাবেন। অনলাইনের মাধ্যমে তাদের ছাড়পত্র ও যোগদান প্রক্রিয়া চলবে।

সহযোগী ও সহকারী অধ্যাপক পদে প্রায় তিন বছর ধরে পদোন্নতি বন্ধ ছিল।

বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারে বর্তমানে মোট পদ রয়েছে প্রায় সাড়ে ১৫ হাজার। এর মধ্যে কর্মরত আছেন ১৩ হাজারের কিছু বেশি কর্মকর্তা।

অধিকাংশ কর্মকর্তা সরকারি কলেজে শিক্ষকতা করেন। আর কিছুসংখ্যক কর্মকর্তা মাউশি, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড, বিভিন্ন শিক্ষা বোর্ড, জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমিসহ শিক্ষা সংশ্লিষ্ট দপ্তরে কর্মরত।  

আমারসংবাদ/এআই