Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪,

সারাদেশে ১২৩৯ চিকিৎসক বদলি, কারণ জানালো স্বাস্থ্য সেবা বিভাগ

নিজস্ব প্রতিবেদক

জুলাই ৬, ২০২১, ০৯:৫০ এএম


সারাদেশে ১২৩৯ চিকিৎসক বদলি, কারণ জানালো স্বাস্থ্য সেবা বিভাগ

সারাদেশে সহস্রাধিক চিকিৎসককে একসঙ্গে বদলি করা হয়েছে। যাদের বদলি করা হয়েছে তাদের বেশিরভাগই বিভিন্ন মেডিকেল কলেজের শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন। 

বদলির কারণ হিসেবে স্বাস্থ্য সেবা বিভাগ বলছে প্রাণঘাতী করোনাভাইরাস মহামারী ভয়ঙ্কর আকার ধারণ করায় চাপ সামলাতে তাদের বদলি করা হয়েছে।  

গেলো ৪ ও ৫ জুলাই স্বাস্থ্য সেবা বিভাগের অন্তত ৪৮টি আদেশে ১ হাজার ২৩৯ জন চিকিৎসককে বুধবারের (৬ জুলাই) মধ্যে নতুন কর্মস্থলে যোগ দিতে বলা হয়েছে। সেখানে তারা কোভিড ইউনিটে দায়িত্ব পালন করবেন।

উপসচিব জাকিয়া পারভিনের স্বাক্ষরে এসব প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘কোভিড-১৯ অতিমারী মোকাবিলা এবং জনসেবা নিশ্চিত করার লক্ষ্যে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত’ বিসিএস স্বাস্থ্য ক্যাডারের এই কর্মকর্তাদের ‘সংযুক্তিতে পদায়ন’ করা হলো।

মেডিকেল কলেজ থেকে একই মেডিকেল কলেজের হাসপাতালে, একই জেলার জেনারেল হাসপাতাল বা সদর হাসপাতাল, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কিংবা পাশের কোনো জেলায় তাদের পাঠানো হয়েছে।

আমারসংবাদ/এআই