Amar Sangbad
ঢাকা শনিবার, ২০ এপ্রিল, ২০২৪,

আরও সাড়ে ৪ হাজার চি‌কিৎসক নিয়োগ দেবে সরকার

নিজস্ব প্রতিবেদক

সেপ্টেম্বর ২, ২০২১, ০৬:১০ এএম


আরও সাড়ে ৪ হাজার চি‌কিৎসক নিয়োগ দেবে সরকার

প্রাণঘাতী করোনাভাইরাস মোকাবিলায় আরও চিকিৎসক নিয়োগ দেয়া সিদ্ধান্ত নিয়েছে সরকার। এই নিয়োগ হলে চিকিৎসকদের ওপর চাপ কিছুটা কমবে। 

স্বাস্থ্যসচিব লোকমান হোসেন মিয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, আগামী সপ্তাহের মধ্যে চার হাজার চিকিৎসক ও ৪০৯ বিশেষজ্ঞ চিকিৎসকের নিয়োগ চূড়ান্ত করা হবে। এই নিয়োগ হলে চিকিৎসকদের ওপর চাপ কিছুটা হলেও কমে আসবে।

বুধবার সন্ধ্যায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কোভ্যাক্সের আওতায় যুক্তরাষ্ট্র থেকে আসা ১০ লাখ ফাইজারের টিকা গ্রহণের পর এক সংবাদ সম্মেলনে তিনি এসব তথ্য জানান।

লোকমান হোসেন মিয়া বলেন, সে‌প্টেম্ব‌রের ম‌ধ্যে যুক্তরাষ্ট্র থে‌কে আরও ৫০ লাখ ডোজ ফাইজা‌রের টিকা আস‌বে।‌ সে‌প্টেম্ব‌রের ম‌ধ্যে নতুন আড়াই‌ কো‌টি মানুষ‌কে টিকার আওতায় আনার লক্ষ্য র‌য়ে‌ছে সরকারের। সবকিছু অনুকূলে থাকলে ডিসেম্বরের মধ্যে দেশের নয় কোটি মানুষকে করোনার টিকা দেয়া হবে।

আমারসংবাদ/এআই