Amar Sangbad
ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪,

করোনায় ডেঙ্গুর হানা, ১৬ দিনেই আক্রান্ত ৬৮৬

নিজস্ব প্রতিবেদক

জুলাই ১৭, ২০২১, ০৪:০৫ এএম


করোনায় ডেঙ্গুর হানা, ১৬ দিনেই আক্রান্ত ৬৮৬

দিন যত যাচ্ছে রাজধানীতে এডিস মশাবাহিত ডেঙ্গুজ্বরের প্রকোপ বাড়ছে। একদিকে করোনার থাবা অপর ডেঙ্গু। সব দিক দিয়ে বয়াবহ এক বিপর্যয়ের দিকে যাচ্ছে দেশের স্বাস্থ্যবস্থা। গত ২৪ ঘণ্টায় রাজধানীতে ৬৩ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। ১ জুলাই থেকে ১৬ দিনে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সর্বমোট হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ৬৮৬ জন।

বর্তমানে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ৩১৮ জন। তাদের মধ্যে রাজধানীর সরকারি ও বেসরকারি হাসপাতালে ৩১৪ জন ও ঢাকার বাইরের হাসপাতালে ৪ জন ভর্তি রয়েছেন।

শুক্রবার (১৬জুলাই) স্বাস্থ্য অধিদফতরের স্বাস্থ্য তথ্য ইউনিটের (এমআইএস) সহকারী পরিচালক ও হেলথ ইমার্জেন্সি অপারেশন অ্যান্ড কন্ট্রোল রুমের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ডা. কামরুল কিবরিয়া স্বাক্ষরিত ডেঙ্গু সংক্রান্ত প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

স্বাস্থ্য অধিদফতর সূত্রে জানা গেছে, চলতি মাসের ১৬ দিনে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সর্বমোট হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ৬৮৬ জন। জুন মাসের ৩০ দিনে আক্রান্ত রোগীর সংখ্যা ছিল মাত্র ২৭২ জন। জুন মাসের তুলনায় চলতি জুলাই মাসের মাত্র ১৬ দিনে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা আড়াইগুণেরও বেশি।

চলতি বছর হাসপাতালে মোট ভর্তি রোগীদের মধ্যে জানুয়ারিতে ৩২ জন, ফেব্রুয়ারিতে নয়জন, মার্চে ১৩ জন, এপ্রিলে তিনজন, মে মাসে ৪৩ জন, জুনে ২৭২ জন এবং ১৬ জুলাই পর্যন্ত ৬৮৬ জন রোগী ভর্তি হন।

আমারসংবাদ/ইএফ