Amar Sangbad
ঢাকা শনিবার, ২০ এপ্রিল, ২০২৪,

২৪ ঘণ্টায় আরও ৪৩৩ জন করোনা আক্রান্ত

সাহিদুল ইসলাম ভূঁইয়া

জুন ১৭, ২০২২, ০৫:০১ পিএম


২৪ ঘণ্টায় আরও ৪৩৩ জন করোনা আক্রান্ত

দেশে করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় কেউ মারা না গেলেও দৈনিক শনাক্ত হু হু করে বাড়ছে।গত ২৪ ঘণ্টায় সারা দেশে আরও ৪৩৩ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে শুধু ঢাকায় ৩৯৩ জন শনাক্ত হয়েছেন।শনাক্তের হারও লাফিয়ে বেড়ে চলেছে।গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ৬ দশমিক ২৭ শতাংশ, যা গতকাল ছিল ৫ দশমিক ৭৬ শতাংশ এবং তার আগের দিন ছিল মাত্র ৩ দশমিক ৮৮ শতাংশ।

এ পর্যন্ত দেশে করোনা শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৯ লাখ ৫৫ হাজার ৪২৭ জনে। আর গত ২৪ ঘণ্টায় দেশে কেউ মারা যাওয়ায় মৃতের সংখ্যা ২৯ হাজার ১৩১ জনই রয়েছে।

শুক্রবার (১৭ জুন) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় সারা দেশের ৬ হাজার ৯০১ জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৬ দশমিক ২৭ শতাংশ।মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৭৬ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সেরে উঠেছেন ৯৩ জন।এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১৯ লাখ ৫ হাজার ৭১১ জন।

দেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল ২০২০ সালের ৮ মার্চ। প্রথম রোগী শনাক্তের ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করে স্বাস্থ্য অধিদপ্তর। সেই বছর সর্বোচ্চ মৃত্যু হয়েছিল ৬৪ জনের। 

 

ইএফ

Link copied!