Amar Sangbad
ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪,

ষাটোর্ধ্বদের দ্বিতীয় বুস্টার ডোজ নেয়ার পরামর্শ

সাহিদুল ইসলাম ভূঁইয়া

জুলাই ১২, ২০২২, ১২:৪৩ পিএম


ষাটোর্ধ্বদের দ্বিতীয় বুস্টার ডোজ নেয়ার পরামর্শ

বিশ্বজুড়ে আবার চোখ রাঙাচ্ছে নভেল করোনাভাইরাস। বিভিন্ন দেশে দেখা যাচ্ছে সংক্রমণের্ ঊর্ধ্বমুখী প্রবণতা। এ অবস্থায় ৬০ বছরের বেশি বয়সী মানুষদের জন‌্য দ্বিতীয় বুস্টার ডোজের ব‌্যবস্থা করার পরামর্শ দিয়েছে ইউরোপীয় ইউনিয়নের স্বাস্থ‌্য ও ওষুধ ব‌্যবস্থাপনা সংস্থাগুলো। খবর এএফপি।

ইউরোপীয়ান কমিশন ফর হেলথ অ‌্যান্ড ফুড সেফটি স্টেলা কায়রিয়াকিডস বলেন, সংক্রমণ বাড়ছে, হাসপাতালে রোগী ভর্তির সংখ‌্যা বাড়ছে। এ অবস্থায় আমি সবাইকে দ্রুত আরেক ডোজ বুস্টার টিকা নেয়ার অনুরোধ জানাচ্ছি। আমাদের হাতে সময় নষ্ট করার মতো সময় নেই। 

ইউরোপীয়ান সেন্টার ফর ডিজিজ প্রিভেনশন অ‌্যান্ড কন্ট্রোল (ইসিডিসি) এবং দ্য ইউরোপীয়ার মেডিসিন এজেন্সি এরই মধ্যে ৮০ বছর বা এর বেশি বয়সী নাগরিকদের জন‌্য চতুর্থ ডোজ বা দ্বিতীয় বুস্টার ডোজের পরামর্শ দিয়েছে। কারণ হিসেবে বলা হচ্ছে, এরই মধ্যে ইইউয়ের দেশগুলোতে রোগীর সংখ‌্যা বাড়ছে। অনেক রোগীর জন‌্যই আইসিইউ প্রয়োজন হচ্ছে। বিশেষ করে ওমিক্রনের বিএ ৫ উপধরনটির কারণে মানুষ বেশি অসুস্থ হচ্ছেন। 

স্টেলা বলেন, ইউরোপীয় ইউনিয়ভুক্ত দেশগুলোর প্রতি আমার অনুরোধ থাকবে দ্রুত ৬০ বছরের বেশি বয়সীদের জন‌্য চতুর্থ ডোজের টিকার ব‌্যবস্থা করা। এছাড়া যারা বিভিন্ন রোগের কারণে তুলনামূলক দূর্বল অবস্থায় আছেন, তাদেরও এ ডোজের আওতায় নিতে হবে।

বিশ্ব স্বাস্থ‌্য সংস্থার তথ‌্য অনুযায়ী, মে মাসের পর থেকেই উল্লেখযোগ‌্য হারে বাড়ছে নভেল করোনাভাইরাসের সংক্রমণ। বিশেষ করে ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোতে বেশ দ্রুত ছড়িয়ে পড়ছে রোগটি। 

ইএফ

Link copied!