Amar Sangbad
ঢাকা মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪,

করোনায় আরও ৮ মৃত্যু, শনাক্ত ৮৭৯

মো. মাসুম বিল্লাহ

জুলাই ১৯, ২০২২, ০৬:১৮ পিএম


করোনায় আরও ৮ মৃত্যু, শনাক্ত ৮৭৯

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৮ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন শনাক্ত ৮৭৯ জন। এ পর্যন্ত মৃত্যুর সংখ্যা ২৯ হাজার ২৪৯ জন। একদিনে নয় হাজার ৯৯টি নমুনা পরীক্ষায় শনাক্তের হার ৯ দশমিক ৬৬ শতাংশ।

মঙ্গলবার (১১ জুলাই) বিকেলে স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, আজ পর্যন্ত দেশে মোট করোনা শনাক্তের সংখ্যা ১৯ লাখ ৯৮ হাজার ২৯১ জন। এ পর্যন্ত মৃত্যু হয়েছে ২৯ হাজার ২৪৯ জনের। মারা যাওয়াদের মধ্যে সাতজন পুরুষ ও একজন নারী। এ নিয়ে করোনায় মোট ১৮ হাজার ৬৭০ জন পুরুষ মারা গেছে। নারী মারা গেছে ১০ হাজার ৫৭৯ জন। আজ করোনায় মারা যাওয়া ঢাকা বিভাগের তিনজন, খুলনা বিভাগে দুজন, রংপুর বিভাগে একজন ও ময়মনসিংহ বিভাগে দুজন রয়েছেন। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছে ১ হাজার ৬৯৩ জন। এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৯ লাখ ২৮ হাজার ৬৫০ জন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় সারা দেশের ৮৮০টি ল্যাবরেটরিতে ৯ হাজার ৯৯টি নমুনা সংগ্রহ এবং ৯ হাজার ১৮২টি নমুনা পরীক্ষা করা হয়। এতে শনাক্তের হার গিয়ে দাঁড়ায় ৯ দশমিক ৬৬ শতাংশ। এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৭৬ শতাংশ।

উল্লেখ্য, দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয় ২০২০ সালের ৮ মার্চ। এর দশদিনের মাথায় প্রথম মৃত্যুর ঘটনা ঘটে।

ইএফ

Link copied!