Amar Sangbad
ঢাকা শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪,

মঙ্গলবার বুস্টার ডোজ পেয়েছেন ৫৬ লাখের বেশি মানুষ

সাহিদুল ইসলাম ভূঁইয়া

জুলাই ২০, ২০২২, ১১:৫৮ এএম


মঙ্গলবার বুস্টার ডোজ পেয়েছেন ৫৬ লাখের বেশি মানুষ

করোনা সংক্রমণ রোধ এবং টিকা কার্যক্রম জোরদার করার জন্য মঙ্গলবার সারাদেশে বুস্টার ডোজ দিবস পালন করে স্বাস্থ্য অধিদপ্তর। ১৮ বছর ও তদূর্ধ্ব সকল নাগরিককে তৃতীয় ডোজ বা বুস্টার ডোজ পুশ করা হয়। এ দিন ৫৬ লাখের বেশি মানুষকে টিকার বুস্টার ডোজ দেওয়া হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের করোনার টিকাদানবিষয়ক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এসব তথ্য জানা গেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দেশে এখন পর্যন্ত বুস্টার ডোজ পেয়েছেন তিন কোটি ৬১ লাখেরও বেশি মানুষ। এদিন দ্বিতীয় ডোজের টিকা পেয়েছেন ২ লাখ ২৪ হাজার মানুষ।

এতে আরও বলা হয়েছে, দেশে টিকাদান কার্যক্রমের শুরু থেকে এ পর্যন্ত টিকার প্রথম ডোজ নিয়েছেন ১২ কোটি ৯৫ লাখ ৮৬ হাজার ৭২১ জন। এ ছাড়া দুই ডোজ টিকা পেয়েছিন ১২ কোটি ১ লাখ ৫ হাজার ৪২৩ জন মানুষ। আর বুস্টার ডোজ নিয়েছেন তিন কোটি ৬১ লাখ ৯০ হাজার ৮১৫ জন।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, এখন পর্যন্ত দেশে ভাসমান জনগোষ্ঠীর ৩ লাখ ৭৩ হাজার ২০৭ জন টিকার আওতায় এসেছেন।

ইএফ

Link copied!