Amar Sangbad
ঢাকা শনিবার, ২০ এপ্রিল, ২০২৪,

২৪ ঘণ্টায় ২১৭ জনের করোনা শনাক্ত

মো. মাসুম বিল্লাহ

আগস্ট ২৮, ২০২২, ০৫:২১ পিএম


২৪ ঘণ্টায় ২১৭ জনের করোনা শনাক্ত

দেশে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি। এই সময়ে ২১৭ জনের করোনা শনাক্ত হয়।  রোববার (২৮ আগস্ট) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এ পর্যন্ত দেশে করোনা রোগীর সংখ্যা বেড়ে ২০ লাখ ১১ হাজার ৩১৭ জনে দাঁড়িয়েছে। তাদের মধ্যে ২৯ হাজার ৩২৩ জনের মৃত্যু হয়েছে।

 ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৪ দশমিক ৬২ শতাংশ। এছাড়া একদিনে ২৯৯ সুস্থ হয়েছেন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৯ লাখ ৫৫ হাজার ৫৬৩ জন।

২০১৯ সালের শেষে চীনের উহানে প্রথম করোনার সংক্রমণ ধরা পড়ে। এরপর কয়েক মাসের মধ্যে এ ভাইরাস সারা বিশ্বে ছড়িয়ে পড়ে। দেশে প্রথম করোনা শনাক্ত হয় ২০২০ সালের ৮ মার্চ। আর প্রথম মৃত্যু হয় একই বছরের ১৮ মার্চ।

 

আমারসংবাদ/টিএইচ

Link copied!