Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪,

মৃত্যুশূন্য দিনে করোনা শনাক্ত ১৪১

মো. মাসুম বিল্লাহ

সেপ্টেম্বর ১৭, ২০২২, ০৬:৪৪ পিএম


মৃত্যুশূন্য দিনে করোনা শনাক্ত ১৪১

সারা দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে শনিবার (১৭ সেপ্টেম্বর) সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় কেউ মারা যায়নি। দেশে মোট মৃতের সংখ্যা ২৯ হাজার ৩৩৯ জনে অপরিবর্তিত রয়েছে।

একই সময়ে করোনায় আক্রান্ত হয়েছেন আরও ১৪১ জন। এনিয়ে মোট শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০ লাখ ১৭ হাজার ৮৭ জনে।

শনিবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা বিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। শনাক্তের হার ৯ দশমিক ৬৬ শতাংশ বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ কর হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ২৮৪ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৯ লাখ ৬০ হাজার ৩৩১ জন। এ সময় ১ হাজার ৪৬০টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ১ হাজার ৪৬০টি নমুনা। 

পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৯ দশমিক ৬৬ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৬১ শতাংশ।

 

টিএইচ
 

Link copied!