Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪,

প্রাণঘাতী ব্ল্যাক ফাঙ্গাস কি ছোঁয়াচে রোগ?

স্বাস্থ্য ডেস্ক

মে ২৫, ২০২১, ০৭:৪০ এএম


প্রাণঘাতী ব্ল্যাক ফাঙ্গাস কি ছোঁয়াচে রোগ?

ভারতের পর এবার দক্ষিণ এশিয়ার অন্য দেশগুলোতে ছড়াতে শুরু করেছে। করোনাভাইরাসের পর এবার নতুন আতঙ্ক হয়ে উঠেছে এই প্রাণঘাতী মিউকরমাইকোসিস বা ব্ল্যাক ফাঙ্গাস (কালো ছত্রাক)।

এমন অবস্থায় প্রশ্ন উঠেছে, মৃত্যুহার ৫০ শতাংশের বেশি হওয়া এ রোগটিও করোনাভাইরাসের মতো ছোঁয়াচে কি না।

এ বিষয়ে যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র (সিডিসি) জানিয়েছে, রোগটি মোটেও ছোঁয়াচে নয়। অর্থাৎ ব্যক্তি থেকে ব্যক্তিতে কিংবা প্রাণী থেকে ব্যক্তিতে এটি ছড়ায় না। প্রাণঘাতী এ রোগে মানুষ আক্রান্ত হয় তখনই, যখন বাতাসে ভেসে বেড়ানো কিংবা মাটিতে থাকা ছত্রাকের পরাগ শ্বাসতন্ত্র বা ত্বকের মাধ্যমে মানবদেহে প্রবেশ করে।

ফলে এর সংস্পর্শ এড়ানো প্রায় অসম্ভব। তবে বেশিরভাগ মানুষ এই ছত্রাকের সংস্পর্শে এলেও তাদের আক্রান্ত করতে পারে না এটি। বিরল এ রোগটিতে আক্রান্ত হওয়ার প্রধান কারণ অত্যধিক দুর্বল রোগ প্রতিরোধ ক্ষমতা।

মিউকরমাইকোসিসের উপসর্গ

যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্রের (সিডিসি) তথ্য অনুযায়ী, ছত্রাক কোথায় ছড়াচ্ছে, তার ওপর নির্ভর করে এ রোগের উপসর্গ।

সাধারণ লক্ষণ হচ্ছে সর্দি, নাক বন্ধ থাকা ও নাক থেকে রক্ত পড়া।

ধীরে ধীরে চোখ ফুলে ওঠে, চোখে তীব্র ব্যথা শুরু হয়, চোখের পাতা ঝুলে পড়ে। দৃষ্টিশক্তি ঝাপসা হতে হতে শেষ পর্যন্ত চলেই যায়।

অনেক সময় নাকের আশপাশের ত্বকে আর মুখের ভেতরের উপরিভাগে কালো দাগও দেখা যায়।

এ ছাড়াও এ রোগে মুখ ফুলে ওঠা, মাথাব্যথা, তলপেটে ব্যথা, বমিভাব ও বমি, পেটের ভেতরে রক্তক্ষরণ ইত্যাদি হতে পারে।

আমারসংবাদ/আরএস