Amar Sangbad
ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪,

যুক্তরাষ্ট্রের আদালতে মোদির মামলা খারিজ

জানুয়ারি ১৫, ২০১৫, ০৮:৩৪ এএম


যুক্তরাষ্ট্রের আদালতে মোদির মামলা খারিজ

  

২০০২ সালে গুজরাট দাঙ্গার ঘটনায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে দায়ের করা একটি মামলা খারিজ করে দিয়েছে যুক্তরাষ্ট্রের আদালত। বুধবার নিউইয়র্কের জেলা বিচারক অ্যানালিসা টরেস এই রায় দেন। খবর: এনডিটিভির।

অ্যানালিসা তোরেস জানিয়েছেন, বর্তমান সরকার প্রধান হিসেবে তিনি দায়মুক্ত।

গত সেপ্টেম্বরে আমেরিকান জাস্টিস সেন্টার নামের একটি মানবাধিকার সংগঠনটি নরেন্দ্র মোদির বিরুদ্ধে মামলাটি দায়ের করেন।
মামলার অভিযোগে বলা হয়েছিল, ২০০২ সালে গুজরাটে মুখ্যমন্ত্রী থাকার সময় দাঙ্গা পরিস্থিতি তিনি নিয়ন্ত্রণ করতে পারেননি।

ঐ দাঙ্গায় এক হাজারেরও বেশি মানুষ নিহত হন, যাদের মধ্যে বেশিরভাগই ছিল মুসলমান।

প্রধানমন্ত্রী হওয়ার পর নরেন্দ্র মোদি গত সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন। ২০০৫ সালে তার ভিসা প্রত্যাখান করেছিল যুক্তরাষ্ট্র সরকার। তারপর এটাই ছিল মোদির প্রথম মার্কিন সফর।