Amar Sangbad
ঢাকা শনিবার, ২০ এপ্রিল, ২০২৪,

নাইজেরিয়ায় কলেরায় ২০ জনের মৃত্যু

জানুয়ারি ১৫, ২০১৫, ১১:১২ এএম


নাইজেরিয়ায় কলেরায় ২০ জনের মৃত্যু

  

নাইজেরিয়ার দক্ষিণাঞ্চলীয় রিভার্স রাজ্যে কলেরায় ২০ জনের মৃত্যু হয়েছে। এতে আরো ১৭১ জন আক্রান্ত হয়েছে। বুধবার রাজ্যের স্বাস্থ্য কমিশনার স্যাম্পসন পার্কার একথা জানান।
চিকিৎসক পার্কার জানান, তেল সমৃদ্ধ এ রাজ্যের আন্দোনি পৌরসভায় ১১টি কমিউনিটিতে কলেরা ছড়িয়ে পড়ার কথা জানা গেছে।  ৫ জানুয়ারি সেখানে কলেরা ছড়িয়ে পড়ার খবর জানানো হয়।’

পার্কার জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কলেরা ছড়িয়ে পড়া কমিউনিটিগুলোতে দু’টি চিকিৎসা কেন্দ্র খোলা হয়েছে। কলেরা ছড়িয়ে পড়া এলাকায় জরুরি ওষুধও পাঠানো হয়েছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার চিকিৎসক সিলভেস্টার মালেমি জানান, এ রাজ্যে কলেরা ছড়িয়ে পড়া রোধে তার সংস্থা প্রযুক্তিগত সহযোগিতা দেবে।
তিনি কলেরা আক্রান্ত এলাকার বাসিন্দাদের পানি ফুটিয়ে পান করার পরামর্শ দেন।