Amar Sangbad
ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪,

বেলজিয়ামে সন্ত্রাস বিরোধী অভিযান: নিহত ২

জানুয়ারি ১৬, ২০১৫, ০৬:০৮ এএম


বেলজিয়ামে সন্ত্রাস বিরোধী অভিযান: নিহত ২


    
সিরিয়া থেকে ফেরত আসা ইসলামি যোদ্ধাদের ধরতে বড় ধরনের সন্ত্রাসবিরোধী অভিযান চালিয়েছে বেলজিয়াম। দেশের বিভিন্ন এলাকায় অন্তত ১০টি অভিযান চালানো হয়। পূর্বাঞ্চলীয় একটি শহরে অভিযানের সময় সন্দেহভাজন দুজন সন্ত্রাসী নিহত হয়েছে।শহরটির মেয়র বিবিসিকে জানিয়েছেন, পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে।

সন্দেহভাজন এই যোদ্ধারা যেকোনও মুহুর্তে পুলিশ স্টেশনে কিংবা পুলিশ সদস্যদের ওপর হামলা চালাতে পারে এমন আশংকায় এই অভিযান চালানো হয়।

পুলিশ বলছে, যে দুইজন নিহত হয়েছেন তারা পুলিশের দিকে ল্য করে গুলি ছুড়তে শুরু করেছিল। এরপর পুলিশও পাল্টা গুলি শুরু করে।

প্রত্যদর্শীরা জানিয়েছেন, উভয়পে বেশ কয়েক মিনিট ধরে গুলি বিনিময়ের পর মারা যায় সিরিয়া ফেরত সেই দুই ব্যক্তি।

প্রসিকিউটর এরিক ফন ডে সিপ্ট বলেছেন, ব্রাসেলসেও সন্ত্রাস বিরোধী অভিযান শুরু হতে যাচ্ছে এবং সেখানেও বেশ কিছু গ্রেফতারের ঘটনা ঘটতে পারে।
সন্ত্রাসী হামলার আশঙ্কায় দেশটিতে দ্বিতীয় সর্বোচ্চ সতর্কতা সংকেত জারি করা হয়।

গত সপ্তাহে প্যারিসে যে হামলা হয়েছিল সেখানে ব্যবহৃত কিছু অস্ত্র ব্রাসেলসে কেনা হয়েছে বলে খবরে জানাচ্ছিল বিভিন্ন গণমাধ্যম। কিন্তু প্রসিকিউটর ফন ডে সিপ্ট এই খবরকে নাকচ করে দিয়েছেন।