Amar Sangbad
ঢাকা শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪,

মালয়েশিয়া বাস খাদে পড়ে নিহত ৮

জানুয়ারি ১৭, ২০১৫, ০৫:১৩ এএম


মালয়েশিয়া বাস খাদে পড়ে নিহত ৮

   

মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের কাছে তাপাহ এলাকায় একটি পর্যটকবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে ৮ জন যাত্রী নিহত হয়েছে। এ ঘটনায় কমপক্ষে আরো ২১ জন আহত হয়েছে।

বৃহস্পতিবার মালয়েশিয়া সময় মধ্যরাত ১টা দিকে উত্তর-দক্ষিণাঞ্চলীয় গেনটিং হাইল্যান্ড মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, নারী পর্যটক লিমসো লাম (৫৯), আ পো (৫৬), ওয়াং হু (৫৮), সিন হা হুয়াট (৫৪), পুরুষ পর্যটক টান বা (৫৬), টান শা মিং (৬৯) ও বাসের চালক জায়া গুনাস গরান (৪০)। বাকি একজনের নাম জানা যায়নি। এ ঘটনায় আহত হয়েছে কমপক্ষে ২১ জন।

মালয়েশিয়া জনপ্রিয় দৈনিক স্টার পত্রিকার মাধ্যমে জানা যায়, বাসটি পার্বত্যাঞ্চলীয় একটি পর্যটন কেন্দ্রে যাচ্ছিলো। পথে ওই এলাকায় রাস্তায় পড়ে থাকা একটি টায়ার এড়াতে গেলে বাসটির চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এসময় বাসটি খাদে পড়ে সঙ্গে সঙ্গে আগুন ধরে যায়। পরে খবর পেয়ে উদ্ধার কর্মীরা ঘটনাস্থলে এসে ২১ যাত্রীকে উদ্ধার করে। তাদের মধ্যে ১৭ যাত্রীকে তাপাহ হাসপাতালে ভর্তি করেন। পরে তাদের অবস্থার অবনতি হলে আবার রাজা পারমায়সুরি হাসপাতালে স্থানান্তর করা হয়। নিহতরা সবাই মালয়েশিয়ার নাগরিক বলে জানা গেছে।