Amar Sangbad
ঢাকা শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪,

ভারতীয় আমের ওপর ইউরোপের নিষেধাজ্ঞা প্রত্যাহার

জানুয়ারি ২০, ২০১৫, ০২:২৪ পিএম


ভারতীয় আমের ওপর ইউরোপের নিষেধাজ্ঞা প্রত্যাহার

 
ভারত থেকে আম আমদানির ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিয়েছে ইউরোপীয় ইউনিয়ন।

ভারত থেকে আসা দুশোটিরও বেশি আমের চালানে পোকা পাওয়া যাওয়ার পর গত বছরের মে মাসে এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছিলো।

ইউরোপীয় ইউনিয়ন বলছে, তাদের সংশ্লিষ্ট কর্মকর্তারা গত সেপ্টেম্বর মাসে ভারতে কিছু পরীক্ষা চালিয়ে দেখা গেছে পরিস্থিতির উল্লেখযোগ্য রকমের উন্নতি হয়েছে। খবর বিবিসি।

তারা বলছেন, আমের এসব পোকা দমন করা এবং রপ্তানির প্রক্রিয়াতেও বড়ো রকমের উন্নতি হয়েছে।

ব্রিটেনসহ ইউরোপের বিভিন্ন বাজারে ভারতের আম খুব জনপ্রিয়। ভারতের ভারতীয় এসব আমের জন্যে ইউরোপ কিন্তু সবচে বড়ো বাজার নয়।

তবে এই নিষেধাজ্ঞার ফলে ভারতে আমচাষীরা ক্ষতিগ্রস্ত হয়েছেন। কারণ দেশি বাজারে প্রচুর আম ওঠার কারণে ফলটির দাম কমে গিয়েছিলো।

ইউরোপের এই নিষেধাজ্ঞা ছিলো আগামী ডিসেম্বর মাস পর্যন্ত। কিন্তু তার আগে এটা তুলে নেওয়ার জন্যে দাবি ও প্রচারণা চালিয়ে আসছিলো ভারত।

এখন এই নিষেধাজ্ঞা প্রত্যাহারের পর জনপ্রিয় ও সুস্বাদু এই ফলটি আবারও যুক্তরাজ্যসহ ইউরোপের বিভিন্ন দেশের বাজারে ফিরে আসছে।

তবে আম ছাড়া আরো চারটি ভারতীয় পণ্যের ওপর এই নিষেধাজ্ঞা এখনও বহাল আছে। এগুলো হচ্ছে ভারতী বেগুণ, করলা, চিচিঙ্গা এবং কচু পাতা।