Amar Sangbad
ঢাকা মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪,

নারীদের সমান মজুরি দেওয়ার আহ্বান ওবামার

জানুয়ারি ২১, ২০১৫, ০৭:০৮ এএম


নারীদের সমান মজুরি দেওয়ার আহ্বান ওবামার

 
মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা অর্থনৈতিক সংকট দূরীকরণ ও সব আমেরিকানদের জন্য সুবিধাজনক অথনৈতিক নীতিমালার প্রতিশ্রুতি দিয়েছেন।

এর অংশ হিসেবে নারীদের সমান মজুরি দেয়ার জন্য কংগ্রেসের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। মঙ্গলবার কংগ্রেস অধিবেশনে বার্ষিক স্টেট অব দ্য ইউনিয়ন ভাষণে ওবামা এই কথা বলেন।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, একই চাকরিতে নারী ও পুরুষকে সমান মজুরি দিতে কংগ্রেসকে একটি আইন পাস করার জন্য আহ্বান জানিয়েছেন ওবামা। তিনি বলেছেন, ‘এটা ২০১৫। এটাই সময়।’
‘মধ্যবিত্ত-শ্রেণির অর্থনীতি’ শীর্ষক কৌশলে কর্মজীবী পরিবারগুলোকে গুরুত্ব দিয়েছেন ওবামা।

তিনি বলেন, ‘আগামী ১৫ বছর পরে আমার কি দেখতে চাই তা এখনই বাছাই করার সময় এসেছে।’

কর্মজীবী পরিবারের জন্য অসুস্থতাজনিত ও মাতৃত্বকালীন ছুটি, মধ্যবিত্ত-শ্রেণির অর্থনৈতিক কাজের সুযোগ সৃষ্টি এবং সন্তানদের দেখাশুনার করার বিষয়ের ওপর জোর দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট।