Amar Sangbad
ঢাকা বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪,

১৭০০ প্রাইভেট বিমানে শীর্ষ ধনীরা যাচ্ছেন সুইজারল্যান্ডে

জানুয়ারি ২১, ২০১৫, ০৭:৫৫ এএম


১৭০০ প্রাইভেট বিমানে শীর্ষ ধনীরা যাচ্ছেন সুইজারল্যান্ডে

 
এ সপ্তাহেই সুইজারল্যান্ডে হতে যাচ্ছে ওয়ার্ল্ড ইকনমিক ফোরামের বার্ষিক সম্মেলন। আর এ সম্মেলনে যোগ দিতে বিশ্বের ধনীতম ব্যক্তিরা এখন সুইজারল্যান্ডমুখী। এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে বিজনেস ইনসাইডার।

মাইক্রোসফটের সহ-প্রতিষ্ঠাতা বিল গেটস, গুগলের এরিক স্মিড, আলিবাবার প্রতিষ্ঠাতা জ্যাক মা, ফেসবুকের সিওও শেরিল স্যান্ডবার্গ, ইয়াহুর সিইও মেরিসা মেয়ারসহ বিশ্বের শীর্ষ ধনী ব্যক্তিরা এ সপ্তাহেই যাচ্ছেন সুইজারল্যান্ডে। এছাড়াও যাচ্ছেন ৪০টি দেশের রাষ্ট্রপ্রধানরা। তাদের সবার গন্তব্য ওয়ার্ল্ড ইকনমিক ফোরামের সম্মেলন।

এ সপ্তাহেই সুইজারল্যান্ডের তুষারাবৃত্ত পাহাড়ি শহর ‘ডেভস’-এ শুরু হতে যাচ্ছে ওয়ার্ল্ড ইকনমিক ফোরামের ৪৫তম বার্ষিক সম্মেলন। এ সম্মেলনে যোগ দিতে যাওয়া ধনীরা বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রধানত নিজেদের প্রাইভেট জেট বিমানে করেই যাবেন। আর এজন্য

সুইজারল্যান্ডে এ সপ্তাহেই যাবে প্রায় ১৭০০ প্রাইভেট জেট বিমান। এ বিমানগুলোর পাশাপাশি বেশ কিছু অভ্যাগত প্রাইভেট হেলিকপ্টারে করেও যোগ দেবেন।গত বছর প্রায় ২০% অভ্যাগত এ সম্মেলনে হেলিকপ্টারে এসেছিলেন।

বিশ্বের সবচেয়ে ধনীদের এ সম্মেলনে অংশ নেওয়ার জন্য অতিথিদের অনেকেই ৭১ হাজার ডলার বা এর চেয়ে বেশি অর্থ ব্যয় করেন। এ সম্মেলনে নানা অর্থনৈতিক বিষয়ে আলোচনা ছাড়াও ব্যবসায়ীক যোগাযোগও জোরদার করেন অনেক ব্যবসায়ী।