Amar Sangbad
ঢাকা শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪,

সৌদি বাদশাহ আবদুল্লাহ আর নেই

জানুয়ারি ২৩, ২০১৫, ০৪:৫০ এএম


সৌদি বাদশাহ আবদুল্লাহ আর নেই

 
সৌদি আরবের বাদশাহ আব্দুল্লাহ বিন আবদুল আজিজ মৃত্যুবরণ করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। মৃত্যুর সময় তাঁর বয়স হয়েছিল ৯০ বছর। সৌদি রাজপরিবারের একজন কর্মকর্তা সেদেশের রাষ্ট্রীয় টেলিভিশনে বাদশাহ আব্দুল্লাহর মৃত্যুর ঘোষণা দিয়েছেন।

ঘোষণায় বলা হয়, সৌদি সময় শুক্রবার ভোরে তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেছেন। কয়েক সপ্তাহ আগে নিউমোনিয়া আক্রান্ত হয়েছিলেন বাদশাহ আবদুল্লাহ। ফুসফুসের প্রদাহ নিয়ে এরপর থেকে কয়েক সপ্তাহ ধরে হাসপাতালে ছিলেন তিনি। এর আগেও  বেশ কয়েকবার অসুস্থ হয়ে পড়েছিলেন তিনি। ইতিমধ্যে তাঁর ভাই ৭৯ বছর বয়সি সালমান বিন আবদুল আজিজ আল সৌদকে দেশটির নতুন বাদশাহ বলে ঘোষণা করা হয়েছে। ভাইয়ের অসুস্থতার পর থেকেই রাজপরিবারের দায়িত্ব পালন করে আসছিলেন তিনি।

২০০৫ সালে বাদশাহ হিসেবে অধিষ্ঠিত হন আবদুল্লাহ। তিনি তার ভাই বাদশাহ ফাহাদের স্থলাভিষিক্ত হন। সৌদি আরবে বেশ কিছু সংস্কারের কৃতিত্ব দেওয়া হয় বাদশাহ আবদুল্লাহকে। নারীদের ভোটের অধিকার এর মধ্যে অন্যতম। সূত্র: বিবিসি বাংলা