Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪,

এয়ার এশিয়ার বিমান উদ্ধার অভিযান শুরু

জানুয়ারি ২৪, ২০১৫, ০২:৩৯ পিএম


এয়ার এশিয়ার বিমান উদ্ধার অভিযান শুরু

 

জাভা সাগরে ডুবে যাওয়া এয়ার এশিয়ার বিমানের মূল কাঠামো উদ্ধারে অভিযান শুরু হয়েছে।  শনিবার ইন্দোনেশিয়ার একটি উদ্ধারকারী দল বিমানটি উদ্ধারে এ অভিযান শুরু করে। খবর: বিবিসি।

এর আগে গত শুক্রবার ডুবুরিরা প্রথমবারের মতো বিমানটির ভেতরে ঢুকতে সক্ষম হন।  উদ্ধারকারীরা বিমানটির ধ্বংসাবশেষের সঙ্গে দড়ি দিয়ে 'লিফটিং ব্যাগ' সংযুক্ত করে তা উঠানোর চেষ্টা করেন। এ ধরনের ব্যাগ দিয়ে সাধারণত ১০ টন ওজনের বস্তু পানির নিচ থেকে উঠানো যায়।

তবে এয়ারএশিয়ার বিমানটি উদ্ধারে ডুবুরিদের প্রাথমিক চেষ্টা ব্যর্থ হয়েছে। কারণ সাগরের তীব্র স্রোত ও বিমানটিতে থাকা জরুরি নির্গমন পথের দরজাগুলোর ধারালো কিনারে লেগে লিফটিং ব্যাগের সঙ্গে বিমানটিকে সংযুক্তকারী দড়িগুলো কেটে যায়। তাই ডুবুরিরা এখন বিকল্প চিন্তা করছেন।