Amar Sangbad
ঢাকা মঙ্গলবার, ১৬ এপ্রিল, ২০২৪,

জেনে নিন ভারত সম্পর্কে ১৭টি তথ্য

জানুয়ারি ২৫, ২০১৫, ০৯:১১ এএম


জেনে নিন ভারত সম্পর্কে ১৭টি তথ্য

 

মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা এসেছেন ভারতে। এই আলোচিত সফরে তার দেখা হবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে। ভারত নিয়ে তাই এখন আগ্রহ সবার। এখানে জেনে নিন ভারত সম্পর্কে ১৭টি মনকাড়া তথ্য।

১. চীনের সীমানার কাছে ভারতে একটি লেক রয়েছে। প্রতিবছরের এক মাস ওই লেকের পানি টলটলে পরিষ্কার হয়ে যায়। তখন সেখানে দেখা যায় প্রায় ১ হাজার ২০০ বছরের আগের কয়েক শত কঙ্কাল।
২. মুম্বাইয়ের হাইকোর্টে ৩ লাখ মামলার জট রয়েছে। এর অনেকগুলো ২০ বছরের পুরনো।
৩. মুম্বাইয়ে প্রতি একজন মানুষের জন্যে ১.১ বর্গ মিটার স্থান খালি রয়েছে।
৪. এশিয়ার সবচেয়ে পরিচ্ছন্ন গ্রামের দেশ ভারত। এসব গ্রামের মাতৃপ্রধান সমাজব্যবস্থায় মানুষ শতভাগ অক্ষরজ্ঞানসম্পন্ন।
৫. বইয়ের প্রতি দারুণ ভক্তি ভারতীয়দের। তারা বই পড়ে গেলে বা পায়ে লাগলে বইয়ের কাছে ক্ষমা চেয়ে নেন।
৬. ভারতে থেকে কোনো ইন্টারন্যাশনাল প্যাকেজ পাঠাতে হলে একজন 'প্যাকেজ স্পেশালিস্ট'-এর সঙ্গে দেখা করতে হয়।
৭. ভারতে কমিউটার ট্রেনে ভিড় রীতিমতো বিখ্যাত। যে বগিতে ২০০ মানুষ ধরে, সেখানে ৫৫০ জন ভ্রমণ করেন।
৮. ২০০৯ সালের এক সরকারি জরিপে বলা হয়, ভারতে ৬৪ হাজার ১৫৭টি টয়লেটের ঘাটতি রয়েছে।
৯. জনসংখ্যার চাপ কমাতে জন্মনিয়ন্ত্রণে স্থায়ী পদ্ধতি গ্রহণ করলে কার, মোটরসাইকেল এবং টেলিভিশন পুরষ্কার দেওয়া হয়।
১০. ব্রিটেনের বাইরে 'দ্য রয়াল ক্যালকাটা গলফ ক্লাব' সবচেয়ে পুরনো গলফ ক্লাব।
১১. ভারতীয়রা বাম হাতে টাকা-পয়সা নেওয়াকে অভদ্রতা বলে মনে করেন। কারণ টয়লেটে এই হাতের ব্যবহার হয়।
১২. 'দ্য ক্যালকাটা পোলো ক্লাব' বিশ্বের সবচেয়ে পুরনো পোলো ক্লাব।
১৩. বিশেষজ্ঞরা মনে করেন, প্লাস্টিক সার্জারির ধারণা প্রথম শুরু হয় ভারতে। খ্রিষ্টপূর্ব ৬০০ অব্দে ভারতের প্রাচীন সংস্কৃতে নাকের বদলের কথা লিপিবদ্ধ রয়েছে।
১৪. দাবা খেলার জন্ম ভারতে। এমনকি এর আন্তর্জাতিক নাম 'চেজ' শব্দটি এসেছে সংস্কৃত শব্দ 'চতুরঙ্গি' থেকে।
১৫. ভারতে অভিবাসীদের ভারতীয় মুদ্রা রুপি দেশের বাইরে নিয়ে যাওয়া বেআইনি বলে গণ্য হয়। ২০১৩ সালে রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়া এই আইন জারি করে।
১৬. প্রতি ১২ বছরে একবার বিশ্বের সবচেয়ে বৃহৎ 'স্ট্রিট পার্ট' অনুষ্ঠিত হয় ভারতে। ধর্মীয় এই আয়োজনের নাম 'কুম্ভ মেলা'।
১৭. শেষ দারুণ তথ্যটি ওবামাকে নিয়ে। এই সফরে তিনি বেশ কয়েকটি নিয়ম ভঙ্গ করবেন। যেমন- ভারতের স্বাধীনতা দিবসের মেহমান হচ্ছেন তিনি। এ ছাড়া টানা দুই ঘণ্টা তিনি খোলা আকাশের নিচে মানুষের মাঝে থাকবেন, যা কোনো মার্কিন প্রেসিডেন্টের জন্যে একটি রেকর্ড।
সূত্র : বিজনেস ইনসাইডার