Amar Sangbad
ঢাকা শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪,

‘মুসলিমদের বলির পাঁঠা বানালেও করোনার ওষুধ মিলবে না’

আন্তর্জাতিক ডেস্ক

এপ্রিল ৯, ২০২০, ০৫:৫৫ এএম


‘মুসলিমদের বলির পাঁঠা বানালেও করোনার ওষুধ মিলবে না’

প্রাণঘাতি করোনাভাইরাস নিয়ে মুসলমানদের বিরুদ্ধে অপপ্রচারের বিরুদ্ধে এবার গর্জে উঠলেন ভারতের এআইএমআইএম প্রধান আসাদুদ্দিন ওয়াইসি এমপি।

অভিযোগ করে তিনি বলেন, করোনার অজুহাতে দেশের মুসলমানদের বলির পাঁঠা বানানো হচ্ছে।

ভাইরাসটির জেরে সাম্প্রতিক যে লকডাউন আরোপ করা হয়েছে, সেই সমালোচনা এড়াতেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সরকার এমন চেষ্টা চালাচ্ছে।

সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটবার্তায় তিনি বলেন, অপরিকল্পিত লকডাউনের সমালোচনা এড়াতে ও করোনাভাইরাস সংক্রমণের ব্যর্থতা থেকে মানুষের দৃষ্টি অন্যত্র নিয়ে যেতেই এসব করা হচ্ছে।

‘বিজেপির অপপ্রচারকারীদের জানা উচিত যে এভাবে হোয়াইটসঅ্যাপ ফরোয়ার্ডের মাধ্যমে করোনাকে হারানো সম্ভব হবে না, মুসলমানদের বলির পাঁঠা বানালেও করোনার ওষুধ মিলবে না।’

তিনি আরও বলেন, আর তাছাড়া এটা করোনা সংক্রান্ত পর্যাপ্ত পরীক্ষার বিকল্পও হতে পারে না ...।

উল্লেখ্য, ভারতে এখনও পর্যন্ত করোনা ভাইরাসের আক্রান্ত হয়ে মারা গেছেন ১৪৯ জন এবং ৪ হাজারও বেশি এই মুহূর্তে ওই ভয়ঙ্কর রোগে আক্রান্ত। প্রতিদিনই ভারতে করোনা আক্রান্তের এই পরিসংখ্যান বাড়ছে।

আমারসংবাদ/এআই