Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪,

অবশেষে আফ্রিকা পোলিওমুক্ত

আন্তর্জাতিক ডেস্ক

আগস্ট ২৬, ২০২০, ০৬:৩৯ এএম


অবশেষে আফ্রিকা পোলিওমুক্ত

নাইজেরিয়ার উত্তরাঞ্চলে সর্বশেষ পোলিওতে আক্রান্ত রোগী শনাক্তের চার বছর পর আফ্রিকা মহাদেশকে পোলিওমুক্ত ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

মঙ্গলবার (২৬ আগস্ট) আনুষ্ঠানিক বিবৃতিতে এ ঘোষণা দেয় বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

স্বাধীন সংস্থা আফ্রিকা রিজিওনাল সার্টিফিকেট কমিশন মঙ্গলবার এ তথ্য নিশ্চিত করেছে।

শেষ আফ্রিকান দেশ হিসেবে নাইজেরিয়াকে পোলিওমুক্ত ঘোষণা করা হচ্ছে, এক দশক আগেও গোটা বিশ্বের অর্ধেকের বেশি রোগী ছিল দেশটিতে।

পোলিওমুক্ত ঘোষণার শর্ত হিসেবে আফ্রিকার মোট জনসংখ্যার ৯৫ শতাংশের বেশি মানুষ টিকার আওতায় এসেছে। এখন কেবল ভ্যাকসিন থেকে প্রাপ্ত পোলিও ভাইরাস আফ্রিকায় আছে, চলতি বছর যা ১৭৭ জনের মধ্যে পাওয়া গিয়েছে।
 
সূত্র: বিবিসি।

আমারসংবাদ/এআই