Amar Sangbad
ঢাকা বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪,

লেবাননে সরকার গঠনের চেষ্টা ব্যর্থ, প্রধানমন্ত্রীর পদত্যাগ

আন্তর্জাতিক ডেস্ক

সেপ্টেম্বর ২৬, ২০২০, ০২:০১ পিএম


লেবাননে সরকার গঠনের চেষ্টা ব্যর্থ, প্রধানমন্ত্রীর পদত্যাগ

দায়িত্ব নেয়ার ২৬ দিনের মাথায় পদত্যাগের ঘোষণা দিয়েছেন লেবাননের প্রধানমন্ত্রী মোস্তফা আদিব।

প্রায় একমাস চেষ্টার পরও নির্দলীয় মন্ত্রিসভা গড়তে ব্যর্থ হয়ে এবং বিশেষ করে অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব কাকে দেয়া হবে তা নিয়ে মতৈক্যে পৌঁছতে না পেরে আদিব সরে দাঁড়ালেন।

শনিবার (২৬ সেপ্টেম্বর) প্রেসিডেন্ট মিশেল আউনের সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি টেলিভিশনে পদত্যাগের ঘোষণা দেন।

এসময় আদিব বলেন, নতুন মন্ত্রিসভা গঠনের দায়িত্ব থেকে তিনি নিজেকে সরিয়ে নিচ্ছেন।

গত ৪ অগাস্ট বৈরুতের বন্দরে রাসায়নিকের গুদামে ভয়াবহ বিস্ফোরণে প্রায় দু’শো মানুষের মৃত্যুতে বিক্ষোভের মুখে প্রধানমন্ত্রী হাসান দিয়াব সরকারের পদত্যাগের পর গভীর সংকটে পড়া লেবাননের নতুন প্রধানমন্ত্রী হিসাবে মুস্তফা আদিবের নাম ঘোষণা করা হয়েছিল।

জার্মানিতে নিযুক্ত লেবাননের সাবেক রাষ্ট্রদূত আদিব বেশিরভাগ এমপি’র সমর্থন পেয়ে গত ৩১ অগাস্ট প্রধানমন্ত্রী মনোনীত হন।

এরপরই তার নতুন মন্ত্রিসভা গঠন করা নিয়ে রাজনৈতিক অচলাবস্থার সৃষ্টি হয়।

আমারসংবাদ/এআই