Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪,

‌‘করোনায় চরম দারিদ্র্যের মুখে পড়তে পারে সাড়ে ১১ কোটি মানুষ’

আন্তর্জাতিক ডেস্ক

অক্টোবর ৮, ২০২০, ১০:০৩ এএম


‌‘করোনায় চরম দারিদ্র্যের মুখে পড়তে পারে সাড়ে ১১ কোটি মানুষ’

মহামারি করোনাভাইরাসের কারণে বিশ্ব অর্থনীতি মুখ থুবড়ে পড়ার কারণে চলতি বছরে প্রায় সাড়ে ১১ কোটি মানুষ চরম দরিদ্রতার মুখে পড়তে পারে বলে মনে করছে বিশ্বব্যাংক।
গতকাল বুধবার (অক্টোবর ৭) তারা এ তথ্য জানিয়ে সতর্ক করে। খবর এএফপির।

বিশ্বব্যাংক এর আগে এমনকি আগস্টেও যে ধারণা দিয়েছিল-এ সংখ্যা তার চেয়ে অনেক বেশি। তখন বিশ্বব্যাংকের পক্ষ থেকে বলা হয়েছিল কোভিড-১৯ এর কারণে বিশ্বব্যাপী ১০ কোটি মানুষ হতদরিদ্র হতে পারে।

ব্যাংকটির নতুন প্রতিবেদনে আরো বলা হয়, ২০২১ সাল নাগাদ প্রায় ১৫ কোটি মানুষের প্রাত্যহিক জীবনযাত্রার ব্যয় ১.৯০ (১৬১.০৩ টাকা) ডলারের নিচে নেমে যেতে পারে।

বিশ্বব্যাংক প্রেসিডেন্ট ডেভিড মালপাস এক বিবৃতিতে বলেন, ‘মহামারি ও বৈশ্বিক অর্থনৈতিক মন্দার কারণে বিশ্বের মোট জনসংখ্যার ১.৪ শতাংশ চরম দরিদ্রতার মুখে পড়তে পারে বলে ধারণ করা হচ্ছে।’