Amar Sangbad
ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪,

আক্রান্ত ৪ কোটি ২০ লাখ ছুঁইছুঁই

আন্তর্জাতিক ডেস্ক

অক্টোবর ২৩, ২০২০, ০৪:৩৫ এএম


আক্রান্ত ৪ কোটি ২০ লাখ ছুঁইছুঁই

প্রাণঘাতী করোনাভাইরাসে বিশ্বে আক্রান্তের সংখ্যা বেড়ে ৪ কোটি ১৯ লাখ ৯৪ হাজার ছাড়িয়েছে। আন্তর্জাতিক জরিপ সংস্থা ওয়াল্ডওমিটারস এই তথ্য জানিয়েছে।

সংস্থাটির তথ্যানুযায়ী, শুক্রবার (২৩ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় বিশ্বে করোনায় মোট সংক্রমণের সংখ্যা দাঁড়িয়েছে ৪ কোটি ১৯ লাখ ৯৪ হাজার ৪৪২ জন মানুষ। মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১১ লাখ ৪২ হাজার ৭৪৪ জনে। এছাড়া ইতোমধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩ কোটি ১১ লাখ ৮৭ হাজার ২৩১ জন।

করোনায় এখন পর্যন্ত সবচেয়ে সংক্রমণ ও মৃত্যু বেশি হয়েছে যুক্তরাষ্ট্রে। তালিকায় শীর্ষে থাকা দেশটিতে এখন পর্যন্ত করোনায় সংক্রমিত হয়েছেন ৮৬ লাখ ৬১ হাজার ৬৫১ জন। মৃত্যু হয়েছে দুই লাখ ২৮ হাজার ৩৮১ জনের।

দ্বিতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত সংক্রমিত হয়েছেন ৭৭ লাখ ৬১ হাজার ৩১২ জন এবং মারা গেছে ১ লাখ ১৭ হাজার ৩৩৬ জন।

তৃতীয় অবস্থানে থাকা ল্যাটিন আমেরিকার দেশ ব্রাজিলে এখন পর্যন্ত করোনায় ৫৩ লাখ ৩২ হাজার ৬৩৪ জনের বেশি মানুষ সংক্রমিত হয়েছেন। মৃত্যু হয়েছে ১ লাখ ৫৫ হাজার ৯৬২ জনের।

এদিকে এই ভাইরাসে বাংলাদেশে এখন পর্যন্ত ৩ লাখ ৯৪ হাজার ৮২৭ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এছাড়া দেশে মৃত্যু হয়েছে ৫ হাজার ৭৪৭ জনের। আর সুস্থ হয়ে উঠেছেন ৩ লাখ ১০ হাজার ৫৩২ জন।

আমারসংবাদ/জেডআই