Amar Sangbad
ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪,

অস্ট্রিয়ার ছয় স্থানে বন্দুক হামলা: নিহত ২

আন্তর্জাতিক ডেস্ক

নভেম্বর ৩, ২০২০, ০৫:১৩ এএম


অস্ট্রিয়ার ছয় স্থানে বন্দুক হামলা: নিহত ২

অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনার ছয় স্থানে পৃথক পৃথক বন্দুক হামলা হয়েছে। এতে হামলাকারীসহ দুইজন নিহত হয়েছেন।

এছাড়া হামলায় আহত হয়েছেন বেশ কয়েকজন।

সোমবার (২ নভেম্বর) রাতে রাজধানীর কেন্দ্রীয় উপাসনালয়গুলোর আশপাশে এসব হামলা হয়।

অস্ট্রিয়ান চ্যান্সেলর সেবাস্তিয়ান কুর্জ হামলাটিকে ‘বিদ্বেষপূর্ণ সন্ত্রাসী হামলা’ বলে বিবেচনা করছেন।

এদিকে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, নিহত দুইজনের মধ্যে এক হামলাকারী নিহত হয়েছেন। তবে প্রধান হামলাকারীকে পুলিশ এখনো খুঁজছে।

ভিয়েনার কেন্দ্রীয় উপাসনালয়গুলোর আশপাশে হামলা হলেও উপাসনালয়ে হামলার লক্ষ্য ছিল কি-না তা স্পষ্ট নয়।

বিবিসির খবর অনুযায়ী, হামলার সময় ঘটনাস্থলে একজনের মৃত্যু হয়েছে। পরে হাসপাতালে নেয়ার পর গুরুতর আহত আরো এক নারীর মৃত্যু হয়।

মেয়র মাইকেল লুডভিগ জানান, এখনো ১৪ জন আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এর মধ্যে ছয়জনের অবস্থা আশঙ্কাজনক। তাদের মধ্যে এক পুলিশ সদস্য রয়েছেন।

আমারসংবাদ/জেডআই