Amar Sangbad
ঢাকা শনিবার, ২০ এপ্রিল, ২০২৪,

ট্রাম্পের জয় ঘোষণার পরই বেড়ে গেল তেলের দাম

আন্তর্জাতিক ডেস্ক

নভেম্বর ৪, ২০২০, ১২:০২ পিএম


ট্রাম্পের জয় ঘোষণার পরই বেড়ে গেল তেলের দাম

 

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প ‘মিথ্যাভাবে’ নিজেকে জয়ী ঘোষণা করার পর দেশটির তেলের দাম বেড়ে গেছে।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ট্রাম্পের ঘোষণার পরপরই তেলের দাম ৩ শতাংশ বেড়ে যায়। ট্রাম্প পুনরায় নির্বাচিত হয়েছেন মানে হচ্ছে ইরানের ওপর থাকা মার্কিন নিষেধাজ্ঞা অব্যাহত থাকছে। সৌদি নেতৃত্বাধীন ওপেক জোটও উৎপাদন বৃদ্ধি করছে না।

অপরদিকে জো বাইডেনের জয় তার পরিবেশবাদী নীতির কারণে তেলের বাজারের ওপর প্রভাব ফেলতো। একইসঙ্গে ইরান ইস্যুতে তিনি অনেক বেশি সহজ হতেন। ফলে ইরানের তেল রপ্তানি করার সুযোগ খুলে যাওয়ার সুযোগ থাকতো। ট্রাম্পের ঘোষণার পর টেক্সাসে তেলের দাম ব্যারেল প্রতি ১.০৩ ডলার বৃদ্ধি পায়। এটি মূল দামের ২.৬৬ শতাংশ বেশি।

এদিকে জো বাইডেন বলেছেন তিনি জয়ের পথে আছেন আর ডোনাল্ড ট্রাম্প কোন প্রমাণ ছাড়াই ভোট চুরি আর প্রতারণার অভিযোগ তুলেছেন।

এভাবে চললে শেষপর্যন্ত ফলাফল আদালতে গড়াতে পারে এবং পরাজিত প্রার্থীর সমর্থকরা ক্ষুব্ধ হয়ে ওঠার ব্যাপক সম্ভাবনা রয়েছে। যদিও চূড়ান্ত ফল আসেনি, কিন্তু এটি পরিষ্কার যে নির্বাচনের পরও যুক্তরাষ্ট্র এখনো একটি চরম বিভক্ত জাতি হিসেবেই থাকছে।

আমারসংবাদ/জেআই