Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪,

কনফুসিয়াস শান্তি পুরস্কার পেলেন ফিদেল ক্যাস্ট্রো

ডিসেম্বর ১২, ২০১৪, ০৬:১১ এএম


কনফুসিয়াস শান্তি পুরস্কার পেলেন ফিদেল ক্যাস্ট্রো

  কিউবার সাবেক প্রেসিডেন্ট ফিদেল ক্যাস্ট্রো চীনা নোবেল খ্যাত ‘কনফুসিয়াস শান্তি পুরস্কার’ লাভ করেছেন। ২০ জনের বেশী আন্তর্জাতিক ব্যক্তিত্ব ও প্রতিষ্ঠানকে হারিয়ে ক্যাস্ট্রো ‘কনফুসিয়াস শান্তি পুরস্কার’ ২০১৪ লাভ করেছেন। খবর গ্লোবাল টাইমসের

নরওয়ে প্রদত্ত নোবেল শান্তি পুরস্কারের প্রতিপক্ষ হিসেবে দেখা হয় চীনের এ শান্তি পুরস্কারকে। ২০১০ সাল থেকে কনফুসিয়াস শান্তি পুরস্কার দেওয়া হচ্ছে। এ বছর ১৬ সদস্য বিশিষ্ট বিচারকমন্ডলীর মধ্যে নয়জন কিউবার বিপ্লবী নেতা ফিদেল ক্যাস্ট্রোকে এ পুরস্কারের জন্য নির্বাচিত করেন।
কিউবার এক শিক্ষার্থী মঙ্গলবার একটি অনুষ্ঠানে ক্যাস্ট্রোর পক্ষে এ বছরের পুরস্কার গ্রহণ করেন। পাকিস্তানের নারী শিক্ষা কর্মী মালালা ইউসুফজাই ও ভারতের শিশু ও মানবাধিকার কর্মী কৈলাস সত্যার্থী অসলোতে তাদের নোবেল শান্তি পুরস্কার গ্রহনের মাত্র একদিন আগে এ পুরস্কার তুলে দেয়া হয়।