Amar Sangbad
ঢাকা শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪,

ইয়েমেনে সৌদি বিমান হামলায় নিহত ২০

এপ্রিল ১৬, ২০১৫, ০৬:০৪ এএম


ইয়েমেনে সৌদি বিমান হামলায় নিহত ২০

 ইয়েমেনে সৌদি আরবের সর্বশেষ বিমান হামলায় অন্তত ২০ ব্যক্তি নিহত হয়েছে। আল-মাসরিয়া টেলিভিশন জানিয়েছে, পশ্চিমাঞ্চলীয় আমরান প্রদেশের হৌথ এলাকায় বুধবার রাতে চালানো ওই হামলায় আরো বহু বেসামরিক ব্যক্তি আহত হয়েছে।

এর আগে বুধবার দিনের বেলায় সৌদি জঙ্গি বিমান দু’দেশের সীমান্তবর্তী মালাহিদ এলাকার একটি স্কুলে বোমাবর্ষণ করে। হামলায় এক মা ও তার তিন শিশুসহ আট বেসামরিক ব্যক্তি নিহত হয়।

জাতিসংঘের অনুমোদন ছাড়াই গত ২৬ মার্চ থেকে ইয়েমেনের ওপর সামরিক আগ্রাসন শুরু করে সৌদি আরব। জনবিচ্ছিন্ন সাবেক প্রেসিডেন্ট আব্দ রাব্বু মানসুর হাদিকে ইয়েমেনের ক্ষমতা ফিরিয়ে দেয়ার লক্ষ্যে এ আগ্রাসন চালায় রিয়াদ।

ইয়েমেনের সেনাবাহিনী বলেছে, দেশটিতে গত তিন সপ্তাহের সৌদি আগ্রাসনে অন্তত ২,৬০০ ব্যক্তি নিহত হয়েছে। এ হামলায় ইয়েমেনের মানবিক পরিস্থিতির দ্রুত অবনতি হচ্ছে। দুর্গত বেসামরিক নাগরিকদের জন্য খাদ্য ও ওষুধসহ মানবিক ত্রাণ পৌঁছে দেয়ার জন্য ইয়েমেনে প্রবেশের অনুমতি চেয়েছে বহু আন্তর্জাতিক ত্রাণ সংস্থা। সূত্র : আইআরআইবি।