Amar Sangbad
ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪,

‘রহস্যময়’ রোগে নাইজেরিয়ায় ১৮ জনের মৃত্যু

এপ্রিল ১৯, ২০১৫, ০৫:৩৯ এএম


‘রহস্যময়’ রোগে নাইজেরিয়ায় ১৮ জনের মৃত্যু

 এক ‘রহস্যময়’ রোগে গত এক সপ্তাহে নাইজেরিয়ায় ১৮ জনের মৃত্যু হয়েছে। দেশটির সরকার শনিবার এ তথ্য জানিয়েছে।প্রথমে এটিকে ইবোলার ভাইরাস বলে মনে করা হলেও গবেষকরা জানিয়েছে, এটি ইবোলার ভাইরাস নয়।

স্থানীয় স্বাস্থ্য কর্মকর্তা এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিশেষজ্ঞরা এই রোগের কারণ অনুসন্ধানের চেষ্টা চালাচ্ছেন। রহস্যময় এই রোগের লক্ষণ হচ্ছে, এই রোগে আক্রান্ত হলে চোখের দৃষ্টি আবছা বা অস্পষ্ট হয়ে আসে। সেই সঙ্গে থাকে মাথা ব্যথা এবং কিছুক্ষণের মধ্যেই রোগী অজ্ঞান হয়ে যায়।

আক্রান্ত হওয়ার ২৪ ঘণ্টার মধ্যেই রোগীর মৃত্যু হচ্ছে। এই‌ রোগে মস্তিষ্কের কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র বা সেন্ট্রাল নার্ভাস সিস্টেম আক্রান্ত হয় বলে জানিয়েছেন নাইজেরিয়ারর স্টেট হেলথ কমিশনার দায়ো আদেয়োনজু।

স্থানীয়রা জানিয়েছেন, গত এক সপ্তাহ থেকে রোগটি দেখা দিয়েছে এবং মৃত্যুর ঘটনাগুলো ঘটেছে। খবরে বলা হয়, নাইজেরিয়ার ওন্ডো রাজ্যের ওডে আয়ারলে শহরে রহস্যময় রোগটি ছড়িয়ে পড়েছে।

প্রাদেশিক সরকারের মুখপাত্র কেওডে আকিনমেড বলেছেন, ‘রহস্যময় এই রোগে এক সপ্তাহে ১৭ জন মারা গেছেন।
ল্যাবরেটরিতে এরই মধ্যে এ নিয়ে গবেষণা শুরু হয়েছে।

তবে প্রাথমিক পরীক্ষায় ইবোলা কিংবা অন্য কোনো জানাশোনা ভাইরাস ধরা পড়েনি। বিস্তারিত জানার জন্য গবেষকরা চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলেছে, এ ধরনের ১৪টি কেসের কথা তারা শুনেছে। যার মধ্যে ১২ জনই মারা গেছেন।  সূত্র: এএফপি।