Amar Sangbad
ঢাকা শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪,

ভূমধ্যসাগরে ৭০০ যাত্রীসহ নৌকাডুবি

এপ্রিল ১৯, ২০১৫, ০৯:০৫ এএম


ভূমধ্যসাগরে ৭০০ যাত্রীসহ নৌকাডুবি

 ভূমধ্যসাগরে স্থানীয় সময় শনিবার মধ্যরাতে (আন্তর্জাতিক সময় রোববার) প্রায় ৭০০ যাত্রীসহ একটি নৌকা ডুবে গেছে। এখন পর্যন্ত ২৮ জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে বলে জানিয়েছে ইতালীয় কোস্টগার্ড। খবর বিবিসির।

কোস্টগার্ডের পক্ষ থেকে বলা হয়েছে, নৌকাটিতে ৫০০ থেকে ৭০০ বিদেশগামী ছিল। ডুবে যাওয়াদের উদ্ধারে ইতালীয় জাহাজ ছাড়াও মাল্টার নৌবাহিনী ও বাণিজ্যিক জাহাজ অংশ নিয়েছে।

ইতালীয় কোস্টগার্ডের এক মুখপাত্র জানিয়েছেন, ইতালীর লাম্পেদুসা দ্বীপের উপকূল থেকে ২১০ কিলোমিটার দূরে লিবিয়ার জলসীমায় নৌকাডুবির ঘটনাটি ঘটেছে। ডুবে যাওয়াদের উদ্ধারে আরও কয়েক ঘণ্টা সময় লাগবে বলে জানিয়েছেন তিনি।

টাইমস অব মাল্টার এক প্রতিবেদনে বলা হয়েছে, নৌকাটিতে অতিরিক্ত যাত্রী বহন করা হচ্ছিল।