Amar Sangbad
ঢাকা শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪,

ভারতে বেড়েছে নারী ধূমপায়ীর হার

এপ্রিল ২০, ২০১৫, ১১:১৭ এএম


ভারতে বেড়েছে নারী ধূমপায়ীর হার

 ভারতে ১৫ বছরে নারী ধূমপায়ীর সংখ্যা দ্বিগুণ হারে বেড়েছে। পাবলিক হেল্থ ফাউন্ডেশন অব ইন্ডিয়ার (পিএইচএফআই) এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। খবর টাইমস অব ইন্ডিয়ার। প্রতিবেদনে বলা হয়েছে, ১৯৯৫-৯৬ সালে তামাকজাত দ্রব্যের নারী ভোক্তার সংখ্যা ছিল মোট নারীর ১০ শতাংশ। ২০০৯-১০ সালে এসে তা বেড়ে দাঁড়ায় ২০ শতাংশে।

এই সময়ে পুরুষদের তামাক সেবনের হারে তেমন একটা পরিবর্তন হয়নি। ১৯৯৫-৯৬ সালে তা ছিল ৪৫ শতাংশ ও ২০০৯-১০ সালে ৪৭ শতাংশ।বিভিন্ন জরিপে দেখা গেছে, নারীদের মধ্যে তামাকজাত দ্রব্য সেবনের সংখ্যা বাড়ার ক্ষেত্রে ভারত বিশ্বে দ্বিতীয় অবস্থানে রয়েছে।

এ বিষয়ে পিএইচএফআইয়ের স্বাস্থ্য প্রচারণা বিভাগের পরিচালক মনিকা অরোরা বলেন, ভারতের মতো উন্নয়নশীল দেশে নারীদের মধ্যে তামাক সেবনের হার বাড়ার পেছনে রয়েছে আর্থ-সামাজিক অবস্থার উন্নতি। এখানে নারীরা ক্রমান্বয়ে অর্থনৈতিক দিক থেকে স্বাবলম্বী হচ্ছে। এ কারণে তাদের মধ্যে অনেকটা স্বাধীনতা প্রকাশ করার চেষ্টা দেখা যায়। যা তাদের পুরুষের অনুকরণে ধূমপানে উদ্বুদ্ধ করে।

এ ছাড়া ভারতীয় চলচ্চিত্রগুলোতে ধূমপানের দৃশ্য দেখে উদ্বুদ্ধ হয়ে অনেক নারী এ নেশায় জড়িয়ে পড়েন বলেও জানান তিনি।তিনি আরও বলেন, উন্নত দেশগুলোতে যখন স্বাধীনতার বিষয়টি স্বাভাবিক হয়ে আসে তখন নারীদের মধ্যে ধূমপায়ীর হার আগের তুলনায় কমে যায়। ভারতেও ভবিষ্যতে এ অবস্থা লক্ষ্য করা যেতে পারে বলে মন্তব্য করেন তিনি।

ভারতের গ্রামীণ জনপদে ঐতিহ্যগতভাবে ও জীবন-যাপনের ধরনের কারণে নারীদের মধ্যে ধূমপানের প্রবণতা দেখা যায় বলেও জানান মনিকা।দেশটিতে ধূমপানের কারণে প্রতি বছর প্রচুর লোক নানা রোগে আক্রান্ত হচ্ছে। ২০১১ সালে ধূমপানজনিত রোগে আক্রান্ত ৩৫ থেকে ৬৯ বছর বয়সীদের চিকিৎসা বাবদ এক লাখ ৪ হাজার ৫০০ কোটি রুপি ব্যয় হয়।