Amar Sangbad
ঢাকা বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪,

৪২ বছর পর আবারও জ্বলে উঠেছে আগ্নেয়গিরি

এপ্রিল ২৩, ২০১৫, ০৬:২৫ এএম


৪২ বছর পর আবারও জ্বলে উঠেছে আগ্নেয়গিরি

 চিলির দক্ষিণাঞ্চলের ক্যালবুকো আগ্নেয়গিরি থেকে প্রায় ৪২ বছর পর আবারও লাভা নির্গত হচ্ছে। ক্ষতিকর প্রভাব এড়াতে আশেপাশের অঞ্চল থেকে প্রায় ৪ হাজার বাসিন্দাকে সরিয়ে নেওয়া হয়েছে। খবর বিবিসি ও আলজাজিরার।

পর্যটন শহর পুয়ের্তো ভারাসের কাছে গত বুধবার স্থানীয় সময় সন্ধ্যা ৬টার দিকে আগ্নেয়গিরিটির মুখ থেকে ধোঁয়া বেরুতে দেখা যায়। শহরটি দেশটির রাজধানী সান্তিয়াগো থেকে প্রায় এক হাজার কিলোমিটার দূরে অবস্থিত।

স্থানীয় টেলিভিশনগুলোতে প্রচারিত ভিডিও ফুটেজে দেখা গেছে, বেশ কয়েক কিলোমিটার এলাকা ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে গেছে। এ ছাড়া অনবরত লাভা বের হওয়ার খবরও প্রচার করা হয়েছে।

হঠাৎ করে লাভা নির্গতের ঘটনায় আগ্নেয়গিরি সংশ্লিষ্ট অঞ্চলে রেড এ্যালার্ট জারি করেছে কর্তৃপক্ষ। ইতোমধ্যে আশেপাশের ২০ কিলোমটার এলাকা থেকে বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয়েছে বলেও জানানো হয়েছে।

ক্যালবুকো আগ্নেয়গিরিটি এর আগে ১৯৭২ সালে সর্বশেষ জ্বলে উঠেছিল। ইন্দোনেশিয়ার পর চিলিতে সবচেয়ে বেশি জীবন্ত আগ্নেয়গিরি রয়েছে।