Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪,

ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৮,৪১৩

মে ৭, ২০১৫, ০১:০৩ পিএম


ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৮,৪১৩

 নেপালে স্মরণকালের ভয়াবহতম ভূমিকম্পে নিহতের সংখ্যা ৮ হাজার ছাড়িয়ে গেছে। নেপাল রেড ক্রস সোসাইটি (এনআরসিএস) জানিয়েছে, ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮ হাজার ৪১৩ জনে।

এনআরসিএসের সূত্রে এক প্রতিবেদনে এ খবর দিয়েছে চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া। এনআরসিএস জানিয়েছে, ভূমিকম্পে অন্তত ১৭ হাজার ৫৭৬ জন আহত হয়েছেন। এ ছাড়া নিখোঁজ রয়েছেন আরও ২৬০ জন।

২৫ এপ্রিল ৭ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প আঘাত হানে নেপালে। দেশটির ৮১ বছরের ইতিহাসে এটিই সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প। ১৯৩৪ সালে ৯ দশমিক ২ মাত্রার ভূমিকম্পে ১০ হাজারেরও বেশি নেপালী মারা গিয়েছিলেন।

এবারও মৃতের সংখ্যা ১০ হাজার ছাড়িয়ে যেতে পারে বলে আশঙ্কা করেছেন নেপালের প্রধানমন্ত্রী সুশিল কৈরালা।