Amar Sangbad
ঢাকা শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪,

ইন্দোনেশিয়ায় বাংলাদেশিসহ আরও ১৪০০ জন উদ্ধার

মে ১১, ২০১৫, ০৬:০৮ এএম


ইন্দোনেশিয়ায় বাংলাদেশিসহ আরও ১৪০০ জন উদ্ধার

  মালয়েশিয়া ও ইন্দোনেশিয়ার পশ্চিম উপকূলে আরো চারটি নৌযান থেকে প্রায় এক হাজার ৪০০ শরণার্থীকে উদ্ধার করা হয়েছে। আজ সোমবার সকালে উদ্ধার করা এদের সবাই মিয়ানমার ও বাংলাদেশের নাগরিক বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

ধারণা করা হচ্ছে, সব নৌযানই থাইল্যান্ডে বাধা পেয়েছে, কারণ সেখানে মানব পাচারের বিরুদ্ধে ব্যাপক অভিযান শুরু করেছে দেশটির সরকার।

পুলিশ জানিয়েছে, বাংলাদেশ ও মিয়ানমারের এক হাজারের বেশি নাগরিককে মালয়েশিয়ার লঙ্কাবি দ্বীপ থেকে উদ্ধার করা হয়েছে।

লঙ্কাবি পুলিশের উপপ্রধান জামিল আহমেদের বরাত দিয়ে বার্তা সংস্থা ইয়াহু নিউজ জানিয়েছে, 'আমরা ধারণা করছি, এক হাজার ১৮ জন অভিবাসী তিনটি নৌযানে ছিল।' তবে সংখ্যাটা আরো বাড়তে পারে বলে তিনি জানান।

এদিকে, ইন্দোনেশিয়ার আচেহ প্রদেশের অনুসন্ধান ও উদ্ধারকারী দলের প্রধান বুদিয়াওয়ান জানান.  আজ সকালেই আরেকটি নৌযান থেকে ৪০০ নারী, পুরুষ ও শিশুকে উদ্ধার করেছে। এরাও মিয়ারমার ও বাংলাদেশের নাগরিক।

এর আগে রোববার দেশটির সমুদ্রসীমা থেকে মিয়ানমার ও বাংলাদেশ থেকে যাওয়া প্রায় ৬০০ রোহিঙ্গাকে উদ্ধার করা হয়। এ নিয়ে মোট উদ্ধার হওয়ার সংখ্যা প্রায় দুই হাজারে দাঁড়িয়েছে বলে জানিয়েছেন উদ্ধার দলের প্রধান বুদিওয়ান।