Amar Sangbad
ঢাকা শনিবার, ২০ এপ্রিল, ২০২৪,

ফিলিপাইনে ঘূর্ণিঝড়ে ২ জন নিহত

মে ১১, ২০১৫, ০৭:৪৫ এএম


ফিলিপাইনে ঘূর্ণিঝড়ে ২ জন নিহত

 ফিলিপাইনের উত্তরপূর্বাঞ্চলীয় উপকূলে ঘূর্ণিঝড় নউলের আঘাতে দুইজন নিহত হয়েছে। এতে ঘরবাড়ি বিধ্বস্ত হয়ে গৃহহীন হয়ে পড়েছে তিন হাজার মানুষ। বড় ধরনের ঝড়ের সতর্কবার্তায় নিরাপদ জায়গায় সরিয়ে নেওয়া হয়েছে পর্যটক ও দেড় হাজার বাসিন্দাদের।

ফিলিপাইনের আবহাওয়া অধিদপ্তর জানায়, ঘূর্ণিঝড়টি বর্তমানে জাপানের উত্তরাঞ্চলের দিকে অগ্রসর হচ্ছে।

দেশটির সরকারী সূত্র জানায় এখনও হতাহতের কোন খবর পাওয়া যায়নি । এলাকাটি বিদ্যুৎ বিছিন্ন থাকায় সংবাদ সংগ্রহ ব্যহত হচ্ছে। প্রায় এক হাজার পর্যটকসহ ঐ এলাকা থেকে আরো দেড় হাজার বাসিন্দাকে নিরাপদ জায়গায় সরিয়ে নেওয়া হয়েছে। ঘুণিঝড়ের কারণে কারণে ক্ষয়ক্ষতির পরিমাণ আরও বাড়তে পারে। প্রশান্ত মহাসাগরীয় উপকূল ফিলিপাইনে প্রতিবছর ২০টির মত বড় ধরনের ঘূর্ণিঝড় আঘাত হানে।