Amar Sangbad
ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪,

কলকাতায় যাত্রীবাহী ট্রেনে বিস্ফোরণ, আহত ১৭ যাত্রী

মে ১২, ২০১৫, ০৬:৫০ এএম


কলকাতায় যাত্রীবাহী ট্রেনে বিস্ফোরণ, আহত ১৭ যাত্রী

 ভারতের কলকাতায় আজ মঙ্গলবার ভোররাতে যাত্রীবাহী ট্রেনে স্বল্প মাত্রার বিস্ফোরণে কমপক্ষে ১৭ যাত্রী আহত হয়ে ছে। শিয়ালদহ-কৃষ্ণনগর রেলপথে এ ঘটনা ঘটে। এনডিটিভি অনলাইনের খবরে জানানো হয়, ভোর রাত তিনটা ৫৫ মিনিটে ওই ট্রেনটির পাঁচ নম্বর বগিতে এ বিম্ফোরণ ঘটে। পুলিশ জানায়, যাত্রীদের মধ্যে হাতাহাতির এক পর্যায়ে একে অপরের দিকে বোমা ছুড়লে এই বিস্ফোরণ ঘটে।

বিস্ফোরণের জেরে শিয়ালদা-কৃষ্ণনগর শাখায় ট্রেন চলাচল সাময়িক বিপর্যস্ত হয়। আহত বাকি ১৪ জনের মধ্যে ৫ জনকে বিশেষ ট্রেনে শিয়ালদায় এনে ভর্তি করা হয়েছে বিআর সিং হাসপাতালে। বাকিরা বারাকপুরের বিএন বসু হাসপাতালে চিকিত্সাধীন। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছেছেন।

পুলিশ ও প্রতক্ষদর্শির বরাত দিয়ে জানা যায়, ভোররাতে টিটাগড় ও বারাকপুর স্টেশনের মাঝে চলন্ত ট্রেনের কামরায় একদল দুষ্কৃতীর মধ্যে সংঘর্ষ বাধে। হাতাহাতির মাঝে আচমকাই ওই দুষ্কৃতীদের কাছে থাকা বোমা ফেটে যায় বলে প্রাথমিকভাবে জানতে পেরেছে পুলিশ। অন্যদিকে, ছিনতাইয়ে বাধা পেয়েই দুষ্কৃতীরাই বোমা ছোঁড়ে বলে আরেকটি সূত্রের খবর। দুটি সম্ভাবনাই আপাতত খতিয়ে দেখছে পুলিশ। তবে ঘটনার সঙ্গে জড়িত কাউকে এখনও ধরতে পারেনি পুলিশ।